Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

বালিয়াকান্দিতে সাব রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, মানববন্ধন

রাজবাড়ী মেইল ডেস্ক
৪ আগস্ট ২০২৫, ৮:৫২ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের অনিয়ম, ঘুষ, দুর্নীতিসহ সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের প্রবেশপথে বালিয়াকান্দি উপজেলার সাধারণ জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের প্রতিকার চেয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাসিন্দা এনামুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মিরাজুল ইসলাম মিরাজ, কৃষক গওসেল আজম গহর, মোহাম্মদ নবিয়াল ফকির প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, বালিয়াকান্দি সাব রেজিস্ট্রি অফিসে অনিয়ম, ঘুষ ও দুর্নীতির পাশাপাশি সমিতির সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। সিন্ডিকেট ছাড়া বালিয়াকান্দিতে কোন জমি রেজিস্ট্রি করা হয় না। দ্রুত সময়ের মধ্যে এই অফিসরে ঘুষ, দুর্নীতি এবং সমিতি বাতিল করতে হবে। যদি এই সমিতি বাতিল করা না হয় তাহলে আগামীতে আরো কঠোর আন্দোলন করা হবে।

সমিতির সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় প্রসঙ্গে বালিয়াকান্দি উপজেলা দলিল লেখক সমিতির সদস্য মো. আলিম শেখের বক্তব্য সাংবাদিকদের পক্ষ থেকে জানাতে চাওয়া হলে তিনি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করে এরিয়ে যান। পরে আন্দোলনকারীরা প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে একটি স্মারকলিপি পেশ করেন।

এ প্রসঙ্গে রাজবাড়ীর জেলা রেজিস্ট্রার শেখ কাওসার আহমেদ বলেন, এর আগে এ ধরনের কোন অভিযোগ শুনিনি। শনিবার দুপুরে মানববন্ধনের পর বিষয়টি শুনেছি। অভিযোগের বিষয়ে বালিয়াকান্দিতে দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, ‘তিনি জানিয়েছেন, দলিল লেখকদের অভ্যন্তরীন গ্রুপিংয়ের কারণে এই আন্দোলন হয়েছে। এ ছাড়া অনিয়ম, ঘুষ, দুর্নীতির অভিযোগের সত্যতা নেই’। তবে সাধারণ মানুষের যে দাবি নিয়ে আন্দোলন করেছেন এবং ইউএনও’র কাছে স্মারকলিপি দিয়েছেন সেই বিষয়টি উর্দ্বোতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরি মুস্তাফিজুর রহমান বলেন, সাব রেজিস্ট্রি অফিসের অনিয়ম, ঘুষ, দুর্নীতির প্রতিকার চেয়ে আমার কাছে স্থানীয় কয়েকজন আজ রোববার দুপুর দেড়টার দিকে একটি স্মারকলিপি দিয়েছেন। এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদনে যদি সত্যতা পাওয়া যায় তাহলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে তদন্ত চলাকালিন যদি এমন সত্যতা মিলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন