Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

৯৯৯ এর ফোন পেয়ে গোয়ালন্দ থানা পুলিশ যৌনপল্লি থেকে উদ্ধার করলো ১৪ কিশোরী
নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ৯৯৯ এর একটি ফোন পেয়ে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দুই দফায় রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে অন্ধকার কক্ষ থেকে ১৪ কিশোরীকে উদ্ধার করেছে। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে নিরাপদ হেফাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এ তথ্য জানান।
উদ্ধার হওয়া জামালপুরের এক কিশোরী (২০) জানায়, দরিদ্র পরিবারের সন্তান বলে গত কোরবানীর ঈদের আগে চলে আসে ঢাকায়। পোশাক কারখানায় কাজের সন্ধান করতে থাকলে অজ্ঞাত এক ব্যক্তি ভালো চাকুরী দেবার কথা বলে যৌনপল্লির নাজমার কাছে মোটা অংঙ্কে বিক্রি করে দেয়। এরপর থেকে তার ওপরও চালানো হয় নির্যাতন।
প্রতিদিন খরিদ্দারদের মনোরঞ্জন করতে না পারলে বাড়িওয়ালী মারতো। জেলে যাওয়ায় বাড়ি দেখাশুনা করা দুই জন তাদের নির্যাতন করতে থাকে। প্রতিদিনের আয়ের টাকা নিয়ে যান তারা। তাদেরকে শুধুমাত্র পেটে ভাতে রাখা হয়। কোথাও যেতে চাইলে বের হতে দেয়না। পল্লিতে পুলিশ, সাংবাদিক ঢুকলে তাদেরকে একটি অন্ধকার কক্ষে আটকে রাখতো। এভাবে চলছিল গত চারটি মাস। সহ্য করতে না পেরে মঙ্গলবার (১৯ জানুয়ারী) রাতে এক খরিদ্দারের মুঠোফোন দিয়ে ৯৯৯ এ ফোন করে উদ্ধারের আকুতি জানায়। সেখান থেকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানালে অভিযান চালিয়ে উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ৯৯৯ এর ফোন পেয়ে যোগাযোগ করে মঙ্গলবার রাত বারোটার দিকে অভিযান চালিয়ে নাজমা বেগমের বাড়ি থেকে প্রথমে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এরপর তার তথ্যমতে বাড়ি থেকে আরো দুই কিশোরী উদ্ধার করি। থানায় জিজ্ঞাসাবাদে লৌমহর্ষক ঘটনা জানতে পেরে রাত আড়াইটার দিকে দ্বিতীয় দফা অভিযান চালানো হয়। এসময় বাড়িতে বিশেষ কৌশলে তৈরী করা একটি অন্ধকার কক্ষ থেকে আরো ১১ কিশোরীকে উদ্ধার করি। অভিযানের খবর জানতে পেরে বাড়ির তত্বাবধায়কসহ দুইজন পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বুধবার (২০ জানুয়ারী) বেলা দুইটার দিকে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কিশোরীদের উদ্ধারের তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তুলে ধরেন পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহ উদ্দিন, ডিআইওয়ান সাইদুর রহমান, রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর প্রমূখ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, একত্রে ১৪ কিশোরী উদ্ধার পুলিশের একটি বড় সাফল্য। কিশোরীদের পাচারের পিছনে যত শক্তিশালী ব্যক্তি জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেয়া হবেনা। এ বিষয়ে থানায় মানব পাচার আইনে মামলা হয়েছে। কিশোরীদের নিরাপদ হেফাজতে রাখা হবে। পরিবার চাইলে তাদের সেখান থেকে নিয়ে যাবেন। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ মাঠে কাজ করছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ