Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

১০ মাস আগে ২ লাখ ৭৫ হাজার টাকায় কেনা একটি এবং তার কয়েক দিন পর ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের আরেকটি দুধেল গাভি অসুস্থ হয়ে মারা যায়। ২ বছর আগে কোরবানির ঈদে ৭২টি গরু ঢাকায় বিক্রি করতে নিলে ৩০টি বিক্রি হয়। ৪২টি ফিরিয়ে আনতে হয়। এতে অন্তত ৩০ লাখ টাকার মতো লোকসান গুনতে হয়।

চলতি বছরে তাঁদের ২০টির মতো দুধেল বাছুর অসুস্থ হয়ে মারা গেছে। এতে ১০ লাখ টাকার মতো লোকসান হয়েছে। সব মিলিয়ে গত দুই বছরে প্রায় অর্ধ কোটি টাকা লোকসান হয়েছে। তারপরও নিজেদের বাপ-দাদার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আর এ ক্ষতি কিছুটা পোষাতে এবার বড় ভূমিকা পালন করবে ‘কালো মানিক’। কথাগুলো বলছিলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর মৃধাডাঙ্গা গ্রামের রঞ্জু মণ্ডল ও তাঁর ছোট ভাই ফজলু মণ্ডল।

গত সোমবার বাড়িতে আলাপকালে রঞ্জু মণ্ডল ও ফজলু মণ্ডল জানান, দাদা আফাজ উদ্দিন মণ্ডল, বাবা আকবর মণ্ডল গ্রাম থেকে দুধেল গাভি, বকনা কিনতেন। সেগুলো বাড়িতে এনে কিছুদিন পালার পর বিক্রি করে দিতেন। এতে তাঁদের যে আয় হতো, তা দিয়ে সংসার চলত। বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে প্রায় ৩০ বছর ধরে এ ব্যবসা করছেন রঞ্জু মণ্ডল। কয়েক বছর আগে ব্যবসা শুরু করেন ফজলু মণ্ডল। ব্যবসায় মাঝেমধ্যে ভালোই লাভ হয়। মাঝেমধ্যে অনেক টাকার লোকসানও হয়।
দুই ভাই জানান, বাড়ির উঠানেই গড়ে তুলেছেন খামার। তাতে ২০টির মতো গরু রাখা যায়। কেনাবেচার মধ্যে থাকায় সব সময় ১০-১২টি করে গরু থাকে। বিশেষ করে দুধেল গাভি খামারে বেশি থাকে।

রঞ্জু মণ্ডল ও ফজলু মণ্ডল জানান, গত এক সপ্তাহে ৭টি বড় দুধেল গাভি প্রায় ১২ লাখ টাকায় কেনেন। এর মধ্যে ৫ লাখ ২৫ হাজার টাকায় ৩টি বিক্রি করেছেন। বাকি ৪টি গাভি এখনো খামারে আছে। এর মধ্যে একটি গাভি ৪ মাস আগে ১ লাখ ৬০ হাজার টাকায় কেনেন। গাভিটি প্রতিদিন ১৭ লিটার দুধ দেয়। বাছুরটি অনেক সুন্দর হওয়ায় সম্পূর্ণ দুধ খাওয়াচ্ছেন। প্রতি মাসে ৩০-৪০টি দুধেল গাভি কেনাবেচা করেন। মাঝেমধ্যে অসুস্থ হয়ে বাছুর মারা যাওয়ায় হিমশিম খেতে হয়। এর আগে গৃহস্থের টাকা দিতে বাড়ির প্রায় দুই বিঘা জমিও বিক্রি করতে হয়েছিল। মাঝেমধ্যে শখ করে এক-দুটি ষাঁড় পালেন।

ফজলু মণ্ডল বলেন, প্রায় ৮ মাস আগে জেলার বালিয়াকান্দির সোনাপুর থেকে ৪ লাখ ৬০ হাজার টাকায় একটি ফিজিয়ান জাতের কালো ষাঁড় কেনেন। দেখতে অনেক সুন্দর হওয়ায় আদর করে নাম রেখেছেন ‘কালো মানিক’। ডাবলি ভুসি, গমের ভুসি, ছোলার ভুসিসহ প্রতিদিন ন্যূনতম ১ হাজার টাকার দানাদার খাবার দেন। বর্তমানে প্রায় ১১ ফুট লম্বা ষাঁড়টির ওজন ৩০ মণের বেশি। কালো মানিককে দেখতে প্রতিদিন লোকজন ভিড় করেন। গরুটির দাম হাঁকচ্ছেন ১৮ লাখ টাকা। ইতিমধ্যে ১২ লাখ টাকা বাড়িতে থেকেই দাম করেছেন কয়েকজন।

রঞ্জু মণ্ডল বলেন, ‘লাভ-লোকসান মিলিয়েই ব্যবসা। ২ বছরে অন্তত ৫০ লাখ টাকার মতো লোকসান হয়েছে। কালো মানিক বিক্রি হলে অনেকটা ক্ষতি পোষাবে আমাদের। সরকারিভাবে কোনো ধরনের সাহায্য–সহযোগিতা পাচ্ছি না। খামারে কোনো গরুর চিকিৎসার প্রয়োজন হলে পশু ও প্রাণিসম্পদ কার্যালয় থেকে কাউকে ডেকে আনলে তাঁকে ২-৩ হাজার টাকা দিতে হয়। না হলে চিকিৎসা ভালোমতো করেন না। সরকারি প্রণোদনাও এখন পর্যন্ত পাইনি।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, ‘আমার জানামতে গোয়ালন্দের এটাই সবচেয়ে বড় ষাঁড়। এটিকে বিজ্ঞানসম্মতভাবে খাওয়ানো হয়েছে। সরকারিভাবে প্রণোদনা যাতে তাঁরা পান, এ জন্য তালিকায় এবার নাম দেওয়া হয়েছে। কিছু হলে তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা দেন। যখন বড় ধরনের সমস্যায় পড়েন, তখন আমাদের জানান। যে কারণে তাঁদের তখন বাড়তি খরচ হয়।’

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে কৃষকলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

গোয়ালন্দে মসজিদ উন্নয়ন কাজে সৌদি প্রবাসী হোসাইনের অর্থ সহযোগিতা প্রদান

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলার দুই মাস পর আদালতে মামলা দায়ের

রাজবাড়ীতে উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাজবাড়ীতে উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নির্বাচনকে নিয়ে এখনো চক্রান্ত চলছে, পাংশায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি

নির্বাচনকে নিয়ে এখনো চক্রান্ত চলছে, পাংশায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি

বেশি লাভের আশায় রাসায়নি মিশিয়ে লাল তিলকে কালো করে বিক্রি, ইউএনও’র অভিযানে জরিমানা 

রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, রাজপথে কর্মসূচি দেয়ার হুমকি

রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, রাজপথে কর্মসূচি দেয়ার হুমকি

গোয়ালন্দে নবাগত ইউএনও সাথী দাসের সাথে সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সমবায়ের মাধ্যমে জীবনকে উন্নতি করতে হবে – ইউএনও সাথী দাস

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রাক বাংলা উৎসব

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রাক বাংলা উৎসব

রাজবাড়ীতে জাতীয় সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভা

রাজবাড়ীতে জাতীয় সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভা

রাজবাড়ীতে ২৬ কেজির পদ্মার পাঙ্গাশ বিক্রি হলো ৬৮ হাজার টাকায়

রাজবাড়ীতে ২৬ কেজির পদ্মার পাঙ্গাশ বিক্রি হলো ৬৮ হাজার টাকায়