Rajbarimail.com
ঢাকা, রবিবার , ১১ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে নদী পাড়ি দিতে আসা ঢাকামুখী পণ্যবাহী গাড়ির চাপ রয়েছে। ফেরিঘাট থেকে মহাসড়কের প্রায় চার কিলোমিটার পণ্যবাহী গাড়ির সারি তৈরি হয়েছে। ঘাট কর্তৃপক্ষ বলছে, ঈদের আগে ও পরে কয়েক দিন সাধারণ পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ ছিল। ঈদের ছুটির পর অন্যান্য গাড়ির সঙ্গে পণ্যবাহী গাড়ি আসতে শুরু করায় ঘাটে চাপ পড়েছে।

আজ শুক্রবার সকালে ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঈদের ছুটি কাটিয়ে অনেকেই এখনো ঢাকায় ফিরছেন। তাই ফেরিঘাট সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশে যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ির জটলা রয়েছে। তবে এর পর থেকে পণ্যবাহী গাড়ির সারি মহাসড়কের গোয়ালন্দ ফিড মিল চলে গেছে।

গাজীপুরগামী কাভার্ডভ্যানচালক রেজাউল করিম বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি যশোরের বেনাপোল থেকে রওনা দেন। রাত সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ মোড় পৌঁছানোর পর কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাঁকে আহ্লাদিপুর এলাকায় প্রায় দেড় কিলোমিটার পেছনে পাঠিয়ে দেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে যানজটে আটকে ছিলেন।

রেজাউল করিম বলেন, ‘এখন গণপরিবহনের তেমন কোনো চাপ নেই। তারপরও পণ্যবাহী গাড়ির লম্বা লাইন তৈরি হয়েছে। প্রায় ১২ ঘণ্টা ধরে ঘাট এলাকায় আটকে আছি। ফেরির নাগাল পেতে হয়তো আরও ২-৩ ঘণ্টা লাগবে।’

সাতক্ষীরা থেকে আসা বাসচালক রানা হোসেন বলেন, ‘সারা রাস্তায় পণ্যবাহী গাড়ির লম্বা লাইন দেখলাম। ফেরিঘাট থেকে এক কিলোমিটার পেছনে টার্মিনাল এলাকায় আসা মাত্র দেখি দুই লাইন। বাম পাশের লাইন ধরে এক ঘণ্টার ওপর আটকে আছি। ফেরিতে উঠতে হয়তো আরও ঘণ্টাখানেক সময় লাগতে পারে।’

একটি পণ্যবাহী গাড়ির দৌলতদিয়া ঘাট প্রতিনিধি মজিবর হোসেন বলেন, ঈদের আগে ও পরে সাধারণ পণ্যবাহী পরিবহন পাঁচ দিন করে ফেরি পারাপার বন্ধ ছিল। ওই সময় জরুরি কাঁচামালের গাড়ি ছাড়া সাধারণ পণ্যের কোনো গাড়ি পার হতে পারেনি। ঈদ পরবর্তী সময়ে এখন যাত্রীবাহী পরিবহনের চাপ কমলেও সাধারণ পণ্যের গাড়ি চলাচল শুরু করায় ঘাটে চাপ পড়েছে।

এদিকে দৌলতদিয়া ফেরিঘাটে দেখা যায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা মানুষজন নদী পাড়ি দিতে ঘাটে ভিড় করছেন। বিভিন্ন উপায়ে আসার পর তাঁরা ফেরিতে নদী পাড়ি দিতে ভিড় করছেন।

মাগুরা থেকে আসা তানজিবুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে ফেরিতে ওঠার অপেক্ষা করছেন। এ সময় তিনি জানান, ঈদের দুই দিন পর তাঁর অফিস খুলে যাওয়ায় পরিবার বাড়িতে রেখে তিনি ঢাকায় চলে যান। গতকাল অফিস করে বিকেলেই গ্রামের বাড়ি মাগুরায় আসেন। আজ সকালে আবার স্ত্রী-সন্তান নিয়ে বাড়িতে রওনা দিয়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ২১টি ফেরি থাকলেও পাঁচ দিন ধরে ইউটিলিটি (ছোট) ফেরি ‘বনলতা’ যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে আছে। বর্তমানে ২০টি ফেরি চলাচল করছে। এ ছাড়া ঈদের আগে ও পরে কয়েক দিন সাধারণ পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ ছিল। ঈদের ছুটির পর পণ্যবাহী গাড়ি আসতে শুরু করায় ঘাটে চাপ পড়েছে। এ পরিস্থিতি আরও কয়েক দিন চলবে বলে মনে করেন তিনি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে ভলিবল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

রাজবাড়ীতে বিনা নোটিশে সবজি ব্যবসায়ীকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে শিশু-কিশোর অধিকার পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ

রাজবাড়ীতে ডিলারশিপ বাতিলের দাবিতে কৃষকদের মানববন্ধন

রাজবাড়ীতে অজ্ঞান পার্টির খপ্পরে ইউপি সদস্য, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

গোয়ালন্দে হোসাইন ডিউরেবল পলিমারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

রাজবাড়ীতে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রাজবাড়ীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অংশগ্রহণ নিয়ে বিএনপি প্রার্থীর মতবিনিময়

রাজবাড়ীতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় মামলা, প্রধান আসামী গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় বিএনপি নেতার বাড়িতে গভীর রাতে হামলা

রাজবাড়ী জেলার দুটি আসনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন 

রাজবাড়ীতে বিএনপির প্রার্থী গেলেন মনোনয়নবঞ্চিত নেতার বাড়িতে, কুশল বিনিময় ও দোয়া চাইলেন