Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

প্রয়োজনের তুলনায় ফেরি ও ঘাটের স্বল্পতার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে গাড়ির লম্বা সারি তৈরি হয়েছে। এতে ঘাটে আটকে থাকা যানবাহনের যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছেন।

ঘাটসংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় ওই রুটের অধিকাংশ গাড়ি দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট ব্যবহার করছে। সাপ্তাহিক ছুটির কারণে রাজধানী ছেড়ে অনেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ছুটছেন। দৌলতদিয়ার সাতটি ঘাটের মধ্যে পাঁচটি চালু রয়েছে। ৩ ও ৪ নম্বর ঘাটটি নদীভাঙনের কবলে পড়ায় ও নদীর স্রোতের কারণে তেমন সক্রিয় নেই। ফলে ৫, ৬ ও ৭ নম্বর ঘাট দিয়ে সব ধরনের গাড়ি পারাপার হচ্ছে। অন্যদিকে পাটুরিয়া প্রান্তে তিনটি ঘাট সচল থাকায় সেখানেও ঘাটস্বল্পতা রয়েছে। ফলে পাটুরিয়া প্রান্তে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার এলাকায় গাড়ির সারি তৈরি হয়েছে।

আজ শুক্রবার বিকেলে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দের পদ্মার মোড় পর্যন্ত ৬ কিলোমিটার লম্বা লাইনে ঢাকাগামী যানবাহন আটকে আছে। এই সারিতে শতাধিক দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস, প্রাইভেট কার ও রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে থাকতে দেখা যায়।

এদিকে সড়কের দুই পাশে সড়ক ও জনপথ বিভাগের উন্নয়নকাজের অংশ হিসেবে সড়কে গর্ত করা হয়েছে। এতে ওই সড়কে এখন দুই লাইনে গাড়ি আসা-যাওয়া করছে। গোয়ালন্দ ফিডমিলের পর থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত মহাসড়কে বিভাজক না থাকায় সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।

বাংলাদেশ হ্যাচারিজ এলাকার সামনে দায়িত্বরত ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (টিএসআই) বিনয় চক্রবর্তী বলেন, ফেরিগুলো তুলনামূলক কম গতিতে চলাচল করছে। সাপ্তাহিক ছুটির দিন থাকায় গাড়ির চাপও একটু বেশি। আবার গোয়ালন্দ মোড় এলাকায় আটকে থাকা পণ্যবাহী গাড়ি একবারে ছেড়ে দেওয়ায় বাড়তি চাপ পড়েছে। এ ছাড়া বিকেলের কাঁচা পণ্যের গাড়ি যাওয়া শুরু করে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী গাড়ি আগে ছেড়ে দেওয়ায় সাধারণ পণ্যবাহী গাড়ি পার হতেও সময় লাগছে। সব মিলিয়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

বরিশাল থেকে আসা বাসচালক মো. মিন্টু মিয়া জানান, ফেরিতে ওঠার জন্য তিনি প্রায় তিন ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। গরমের মধ্যে যাত্রী নিয়ে বসে থাকতে থাকতে তিনি ক্লান্ত হয়ে পড়ছেন।
যশোর থেকে আসা কাভার্ড ভ্যানচালক মনির হোসেন বলেন, তিনি বেলা ১১টা থেকে ঘাটে ঢোকার জন্য সিরিয়ালে আছেন। তবে বিকেল চারটা পর্যন্ত তিনি ঘাটে ঢুকতে পারেননি। অগ্রাধিকার ভিত্তিতে কাঁচা পণ্যের গাড়ি, যাত্রীবাহী বাস আগে ফেরিতে ওঠার সুযোগ করে দেওয়ায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৯টি ফেরি চলছে। পাটুরিয়া প্রান্তে প্রায় ৫ কিলোমিটারজুড়ে পাঁচ শতাধিক এবং দৌলতদিয়া ঘাটে গোয়ালন্দের পদ্মার মোড় পর্যন্ত প্রায় ৬ কিলোমিটারজুড়ে প্রায় ৬০০ যানবাহন আটকে আছে। বাংলাবাজার-শিমুলিয়া ফেরি বন্ধ আছে। আবার প্রয়োজনের তুলনায় ঘাট ও ফেরি কম। তাই দুই ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে কৃষকলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

গোয়ালন্দে মসজিদ উন্নয়ন কাজে সৌদি প্রবাসী হোসাইনের অর্থ সহযোগিতা প্রদান

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলার দুই মাস পর আদালতে মামলা দায়ের

রাজবাড়ীতে উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাজবাড়ীতে উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নির্বাচনকে নিয়ে এখনো চক্রান্ত চলছে, পাংশায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি

নির্বাচনকে নিয়ে এখনো চক্রান্ত চলছে, পাংশায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি

বেশি লাভের আশায় রাসায়নি মিশিয়ে লাল তিলকে কালো করে বিক্রি, ইউএনও’র অভিযানে জরিমানা 

রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, রাজপথে কর্মসূচি দেয়ার হুমকি

রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, রাজপথে কর্মসূচি দেয়ার হুমকি

গোয়ালন্দে নবাগত ইউএনও সাথী দাসের সাথে সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সমবায়ের মাধ্যমে জীবনকে উন্নতি করতে হবে – ইউএনও সাথী দাস

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রাক বাংলা উৎসব

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রাক বাংলা উৎসব

রাজবাড়ীতে জাতীয় সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভা

রাজবাড়ীতে জাতীয় সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভা

রাজবাড়ীতে ২৬ কেজির পদ্মার পাঙ্গাশ বিক্রি হলো ৬৮ হাজার টাকায়

রাজবাড়ীতে ২৬ কেজির পদ্মার পাঙ্গাশ বিক্রি হলো ৬৮ হাজার টাকায়