Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি

রেলওয়ের জন্মদিনে মধুমতিসহ সকল ট্রেন পুনরায় চালুর দাবীতে বিক্ষোভ, স্মারকলিপি

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর গোয়ালন্দঘাট ষ্টেশনে বাংলাদেশ রেলওয়ের ১৫৮ তম জন্মদিন উপলক্ষে মধুমতি এক্সপ্রেস ট্রেনসহ প্রত্যাহার করে নেয়া সকল ট্রেন পুনরায় চালুর দাবীতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছে। রোববার দুপুরে প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে স্থানীয় ব্যবসায়ী, যাত্রীসহ সর্বস্তরের মানুষ।

প্রতিদিন রাজবাড়ীর গোয়ালন্দঘাট-রাজশাহী-খুলনা-পার্বতীপুর রুটে ট্রেনে কয়েক হাজার যাত্রী যাতায়াত করে থাকে। লোকাল, মেইল ট্রেনের পাশাপাশি আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস নামক ট্রেনগুলো চালু থাকায় জেলা শহরে গিয়ে কলেজ শিক্ষার্থীদের পাশাপাশি ব্যবসায়ীরা এর সুফল ভোগ করে থাকে।

‘মধুমতি এক্সপ্রেস’ নামক আন্তঃনগর ট্রেনটি কোন পূর্ব ঘোষণা ছাড়া ৩০ অক্টোবর বিকেলে আকষ্মিকভাবে প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ। হঠাৎ করে গুরুত্বপূর্ণ ট্রেনটি বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েন রুটের যাত্রী সাধারণ ও ব্যবসায়ীরা। প্রতিবাদে ৩১ অক্টোবর বিকেলে গোয়ালন্দঘাট ষ্টেশন এলাকার ব্যবসায়ীরা মানববন্ধন করে। এর আগে ওইদিন সকালে সড়ক পথে ফরিদপুর যাবার পথে গোয়ালন্দ উপজেলা আ.লীগ নেতৃবৃবন্দ দৌলতদিয়া ফেরিঘাটে রেলওয়ের মন্ত্রীকে বিষয়টি অবগত করলে তিনি চালুর আশ^াস দেন। দুই সপ্তাহ পরও মধুমতি এক্সপ্রেস ট্রেনটি চালু না হওয়ায় সবাই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।

 

গোয়ালন্দঘাট ষ্টেশন সূত্র জানায়, ১৯৯৬ সাল থেকে আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে গোয়ালন্দ ঘাট রুটে চলাচল করে। রুট পরিবর্তন করে ৩০অক্টোবর থেকে রাজশাহী-ফরিদপুরের ভাঙ্গা রেলপথে চলাচল করছে। রাজশাহী থেকে ছেড়ে আসা একমাত্র আন্তঃনগর ট্রেনটি গোয়ালন্দঘাট ষ্টেশনে আসা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে সড়ক পথে অতিরিক্ত ভাড়ায় যাত্রীবাহি বাসে রাজশাহীসহ বিভিন্ন স্থানে সাধারণ যাত্রীরা যাতায়াত করছে।

গোয়ালন্দঘাট ষ্টেশন মাষ্টার আব্দুল জলিল জানান, মধুমতি এক্সপ্রেস ট্রেনটি প্রত্যাহারের বিষয়ে ঘটনার দিন সকালে ফোনে জানানো হয়। রেলওয়ে পাকশী কন্ট্রোল থেকে ফোনে জানানো হয়, ৩০ অক্টোবর থেকে আন্তঃনগর ট্রেন মধুমতি এক্সপ্রেস আর গোয়ালন্দঘাট ষ্টেশনে যাবেনা। রুট পরিবর্তন করে রাজশাহী থেকে ফরিদপুরের ভাঙ্গা রেলপথে চলাচল করবে। কি কারণে এটি প্রত্যাহার করে নিল জানানেই। প্রতিদিন কয়েক হাজার মানুষ রাজশাহী যাতায়াত করতো। এসব যাত্রী দুর্ভোগের শিকার হচ্ছে। এখন নামমাত্র দুটি লোকাল ও একটি মেইল ট্রেন চলছে। এতে তেমন একটা উপকারে আসছেনা বলে মনে করেন।

মন্ত্রীর আশ্বাসের পরও মধুমতি এক্সপ্রেস চালু না হওয়া ও প্রত্যাহার করে নেয়া সকল ট্রেন পুনরায় গোয়ালন্দ রুটে চালুর দাবীতে রোববার দুপুরে বিক্ষোভ করেন স্থানীয়রা। গোয়ালন্দ উপজেলাবাসীর ব্যানারে ব্যবসায়ী, যাত্রীসহ স্থানীয় উপকারভোগী কয়েকশ মানুষ বিক্ষোভে অংশ নেন। বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত ঘন্টাব্যাপী কর্মসূচিতে ষ্টেশন চত্বরে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় হোটেল ব্যবসায়ী সোহানুর রহমান, বোর্ডিং ব্যবসায়ী আবুল কাসেম, ওষুধ ব্যবসায়ী মোজাম্মেল হক, রহিচ ফকির বক্তব্য রাখেন। বক্তব্য শেষে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন