Rajbarimail.com
ঢাকা, রবিবার , ১১ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

গোয়ালন্দে বালুবাহি বাল্কহেড থেকে চাঁদাদাবি, গ্রেপ্তার ১

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বালুবাহি বাল্কহেড থেকে চাঁদাবাদির অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে চক্রের চাহিদামতো চাঁদা প্রদান না করায় বাল্কহেড চালকসহ কর্মচারীদের মারধরের অভিযোগে স্থানীয়রা হাতেনাতে একজনকে আটক করে পুলিশে দিয়েছে।

আটককৃত ব্যক্তির নাম মো. নিজাম মন্ডল (৫০)। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সাহাজুদ্দিন বেপারী পাড়ার খোরশেদ মন্ডল এর ছেলে। আটককৃত নিজাম মন্ডল সহ পলাতক আরো চারজনকে অভিযুক্ত করে ব্লাকহেড চালক মো. আসাদুজ্জামান খান বাদী হয়ে  শুক্রবার গোয়ালন্দ ঘাট থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।

বাল্কহেড চালক আসাদুজ্জামান খান বলেন, গত বুধবার (৩০ ডিসেম্বর) নাজিরগঞ্জ থেকে বালু বোঝাই করে ফরিদপুরের উদ্দেশ্যে রওয়ানা করেন। পথিমধ্যে রাত হওয়ায় দুর্ঘটনা এড়াতে ওই বিকেলেই দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে বাহির চর লালু মন্ডল পাড়ায় নোঙর করেন। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজাম মন্ডল সহ স্থানীয় জব্বার প্রামানিক (৩৫), আলী (২৫), মো. শহিদ (২৫) ও মো. হাবি (৩০) সহ কয়েকজন তাদের বাল্কহেড এর কাছে এসে চাঁদাদাবি করে। এই নৌপথ দিয়ে চলাচল করতে হলে তাদেরকে ১০ হাজার টাকা দিতে হবে। চাঁদা দিকে অস্বীকৃতি জানালে তারা চালক আসাদুজ্জামান খান, কর্মচারী মো. মুসা ও মো. বাবুকেও মারধর করে। কৌশলে বিষয়টি দৌলতদিয়া নৌপুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছলে সবাই পালিয়ে যাওয়ার চেষ্টাকালে হাতেনাতে নিজাম মন্ডলকে আটক করে পুলিশে দেয়। বাকি সবাই দৌড়ে পালিয়ে যায়।

দৌলতদিয়া নৌপুলিশের এএসআই শফিকুল আলম বলেন, বৃহস্পতিবার রাতে এমন খবর পেয়ে দ্রুততার সাথে পুলিশ ঘটনাস্থল থেকে হাতেনাতে একজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ব্লাকহেড চালক বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি (মামলা-১৮) দায়ের করেছে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, নৌপুলিশের আরো তদারকি বাড়াতে বলা হয়েছে। সেই সাথে আইনশৃঙ্খলার স্বার্থে থানা পুলিশও সহযোগিতা করবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে ভলিবল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

রাজবাড়ীতে বিনা নোটিশে সবজি ব্যবসায়ীকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে শিশু-কিশোর অধিকার পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ

রাজবাড়ীতে ডিলারশিপ বাতিলের দাবিতে কৃষকদের মানববন্ধন

রাজবাড়ীতে অজ্ঞান পার্টির খপ্পরে ইউপি সদস্য, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

গোয়ালন্দে হোসাইন ডিউরেবল পলিমারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

রাজবাড়ীতে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রাজবাড়ীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অংশগ্রহণ নিয়ে বিএনপি প্রার্থীর মতবিনিময়

রাজবাড়ীতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় মামলা, প্রধান আসামী গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় বিএনপি নেতার বাড়িতে গভীর রাতে হামলা

রাজবাড়ী জেলার দুটি আসনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন 

রাজবাড়ীতে বিএনপির প্রার্থী গেলেন মনোনয়নবঞ্চিত নেতার বাড়িতে, কুশল বিনিময় ও দোয়া চাইলেন