Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. আলোচিত খবর

ষড়যন্ত্রমূলক মামলায় রাজবাড়ীর সাংবাদিক টুটুলকে গ্রেপ্তারের প্রতিবা‌দে পরিবারের সংবাদ সম্মেলন

রাজবাড়ী মেইল ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ১০:৫৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর সাংবাদিক আহসান হাবীব টুটুলকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার। তাঁর পুত্র সিনান আহমেদ শুভ সহ পরিবারের সদস্যরা শুক্রবার (১৮ জুলাই) দুপুরে রাজবাড়ী শহরের জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আহসান হাবীবের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।

সিনান আহমেদ শুভ বলেন, “আমার বাবা কখনোই মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না। এটি একটি সম্পূর্ণ সাজানো ও উদ্দেশ্যমূলক মামলা।”  তিনি অভিযোগ করেন, গত ১ জুলাই ভোরে রাজবাড়ী শহরের নিজ বাসভবন থেকে তাঁর বাবাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। তিনি জানান, আহসান হাবীব টুটুল দীর্ঘ ৩২ বছর ধরে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে নিষ্ঠা ও সুনামের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। বর্তমানে তিনি এনটিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সিনান আরও বলেন, “আমার বাবা শুধু একজন সাংবাদিক নন, তিনি একজন সমাজসেবকও। ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো, সাহিত্য-সংস্কৃতি ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদান রাজবাড়ীর মানুষ জানেন। একজন আদর্শবান ও সৎ সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”

তিনি জানান, আহসান হাবীবের পরিবার অর্থনৈতিকভাবে স্বচ্ছল। তাঁর স্ত্রী একজন সরকারি চাকরিজীবী, নিজস্ব আয় ছাড়াও রয়েছে পিতার পেনশন ও তাঁর নিজের চাকরির আয়। এছাড়া তাঁর চাচা আহসান রাজীব বুলবুল এবং চাচী লায়লা নুসরাত কানাডা প্রবাসী সাংবাদিক হিসেবে আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করছেন।

সিনান বলেন, “একটি সাংবাদিক পরিবারে বেড়ে ওঠা একজন মানুষ মাদক ব্যবসার মতো জঘন্য অপরাধে জড়াতে পারেন, এমন ভাবনা কল্পনাও করা যায় না। এটি স্পষ্টতই একটি ষড়যন্ত্র।”

সংবাদ সম্মেলনে আহসান হাবীব টুটুলের সাংবাদিকতা পটভূমির কথা তুলে ধরে বলা হয়, তাঁর পিতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহ ছিলেন রাজবাড়ীর সাংবাদিকতার অন্যতম পথিকৃত। তিনি স্বাধীনতা পূর্ববর্তী সময়ে ‘দৈনিক পূর্ব পাকিস্তান’ ও পরে ‘দৈনিক বাংলা’, ‘যুগান্তর’, ‘সমকাল’, বিডিনিউজ২৪ এবং বাংলাদেশ টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালে মৃত্যুর এক বছর আগে তিনি তৃণমূল সাংবাদিকতায় অবদানের জন্য বিশেষ সম্মাননাও লাভ করেন।

সিনান আহমেদ শুভ সংবাদ সম্মেলনে দাবি করেন, “আমার বাবা আহসান হাবিবকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হেয় প্রতিপন্ন করা হয়েছে। আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাই। তাঁর জামিন যেন দ্রুত মঞ্জুর করা হয় এবং ষড়যন্ত্রমূলক মামলাটি থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।” তিনি দেশের সব সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের সদস্যদের এই বিষয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আহসান হাবীব টুটলের কন্যা লামিয়া হাবিবা সুরভী এবং তাঁর খালা উর্মি হাবিবা।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন