Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. ধর্ম ও জীবন
  8. আলোচিত খবর

বালিয়াকান্দিতে নবীজীকে কুটক্তি করার অভিযোগে একজনকে বেধে মারধর

রাজবাড়ী মেইল ডেস্ক
১৫ জুন ২০২৫, ১১:২৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবীজী সম্পর্কে কটূক্তির অভিযোগে স্থানীয় জনতা আহম্মদ আলী (৬৫) নামের একজনকে ব্যাপক মারধর করেছে স্থানীয় জনতা। তিনি উপজেলার নবাবপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের অবসরপ্রাপ্ত উপসহকারী চিকিৎসা কর্মকর্তা।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি তাঁকে উদ্ধার করেন। রোববার (১৫ জুন) দুপুর ১২টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার ফুটবল মাঠের কাছে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।

স্থানীয় কয়েকজন জানান, নবাবপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের অবসরপ্রাপ্ত উপসহকারী চিকিৎসা কর্মকর্তা আহম্মদ আলী রোববার সকালে বেরুলী বাজারের একটি চায়ের দোকানে বসে নবীজী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। এ খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা তাকে আটক করে বাজার সংলগ্ন একটি প্রতিষ্ঠানের পাশে গাছের সঙ্গে বেধে মারধর করেন। স্থানীয় নেতৃস্থানীয় লোকজন তাকে ওই প্রতিষ্ঠানের ভিতর নিয়ে গেলে উত্তেজিত লোকজন প্রতিষ্ঠানের কক্ষে প্রবেশ করে দ্বিতীয় দফা ব্যাপক মারধর করে।

ভিডিওতে দেখা যায়, উত্তেজিত লোকজন ওই কক্ষে জোরপূর্বক প্রবেশ করে এলোপাতাড়ি মারধর করে। এসময় পুলিশের উপস্থিতি দেখা যায়। পুলিশ তাদেরকে নিভৃত করার চেষ্টা করে। এক পর্যায়ে পরিস্থিতি কিছু শান্ত হলে বালিয়াকান্দি থানার ওসি ওই কক্ষে প্রবেশ করেন। এসময় ফ্লোরে আহম্মদ আলীকে রক্তাক্ত্ব এবং পড়নের শার্ট ছেড়া অবস্থায় বসে থাকতে দেখা যায়।

আরেক ভিডিওতে দেখা যায়, একজন বয়স্ক ব্যক্তি হ্যান্ড মাইক নিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছেন। এসময় নবীজীকে নিয়ে কটুক্তি করায় শাস্তির রায় ঘোষণা করতে মুফতি রহিচ উদ্দিনের নাম ঘোষণা করেন। পরে মুফতি মাওলানা রহিচ উদ্দিন অভিযুক্ত আহম্মদ আলীর গলায় জুতার মালা পড়িয়ে বাজার এলাকা ঘোরানোর রায় দেন। আরেক ভিডিওতে আহম্মদ আলীর গলায় জুতার মালা পরানো অবস্থায় দেখা যায়।

বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও রাজবাড়ী জেলা জামায়াতের নেতা খোন্দকার মনির আজম মুন্নু সাংবাদিকদের বলেন, নবীজীকে নিয়ে সকালে একটি চায়ের দোকানে বসে আহম্মদ আলী কুটক্তি করেন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে আটক করে এলোপাথারী মারধর করে। খবর পেয়ে থানা পুলিশ, সেনাবাহিনী, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু সহ আমাদের সহায়তায় সেনাবাহিনী তাঁকে এবং তাঁর ছেলেকে রাজবাড়ী নিয়ে যায়। এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ না পৌছলে আরও অনেক ক্ষতি হতে পারতো। জনরোস থেকে বাঁচাতে পুলিশের ওপর দিয়ে সমস্ত ঝড়-ঝাপটা গেছে। পুলিশ এবং সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। জনরোসের হাত থেকে রক্ষা করতে তাঁকে ও তাঁর ছেলেকে চিকিৎসার জন্য সরিয়ে আনা হয়েছে। বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছেন। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন