Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

পাংশায় পদ্মার চরে দেখা মিললো রাসেলস ভাইপার, পিটিয়ে মেরে ফেললো কৃষক

রাজবাড়ী মেইল ডেস্ক
২৬ মে ২০২৫, ১০:৫১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় ধান কাটতে গিয়ে একটি বিষধর রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মেরেছে ইয়াকুব আলী নামের এক কৃষক। শনিবার (২৪ মে) দুপুরের দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে পদ্মা নদীর চরে প্রায় সাড়ে তিন ফুট লম্বা সাপটি পিটিয়ে মারার ঘটনা ঘটে।

এ ঘটনায় নদী এলাকার কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। কৃষক ইয়াকুব আলী বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। পাংশা উপজেলা প্রশাসন এ ব্যাপারে আগামীকাল সোমবার স্থানীয় কৃষকদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন শনিবার সকালে ইয়াকুব আলী সহ কয়েকজন দিনমজুর শ্রমিক হিসেবে স্থানীয় শিমুল প্রামানিক নামের এক ব্যাক্তির জমিতে ধান কাটতে যান। ধান কাটা চলাকালিণ সময় একটি বিষধর সাপ দেখতে পান ইয়াকুব আলী। এ সময় ইয়াকুব আলী সহ কয়েকজন মিলে তাদের হাতে থাকা কাঁচি দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে জানতে পারেন সাপটির নাম রাসেলস ভাইপার।

স্থানীয়রা আরও জানায়, প্রতি বছর বর্ষা মৌসুমে পদ্মার চরে রাসেলস ভাইপারের উপদ্রুপ দেখা যায়। এর আগে পদ্মার চর থেকে কয়েকজন কৃষককে রাসেলস ভাইপার সাপে কামড় দেয়ার ঘটনাও ঘটেছে। রাসেলস ভাইপার সাপের ভয়ে কৃষকরা পদ্মার চরে কাজ করতে যেতে চায় না।

জমির মালিক শিমুল প্রামানিক সাংবাদিকদের বলেন, ছয় জন কৃষক আমাদের জমির ধান কাটছিলেন। এ সময় একটি বিষধর সাপ দেখতে পেয়ে তারা মেরে ফেলেছে। পরে জানা গেছে সাপটি রাসেলস ভাইপার সাপ ছিল। এ ঘটনার পর থেকে স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এখন অনেকেই পদ্মার চরে আর ধান কাটতে যেতে চাচ্ছে না।

পাংশা উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, উপজেলা বাহাদুরপুর ও হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর চরে প্রায় ৫ হাজার হেক্টর আবাদি জমি রয়েছে। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবু দারদা প্রথম আলোকে বলেন, পদ্মার চরে এ বছর নতুন করে রাসেলস ভাইপারের উপদ্রুপ দেখা দিয়েছে। শনিবার স্থানীয় কৃষকরা এ ধরনের বিষধর সাপ দেখে পিটিয়ে মেরে ফেলেছে বলে রোববার সকালে জানতে পেরেছি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানতে পেরেছি চারজন সাপে কাটা রোগীকে প্রয়োগ করার মত ভ্যাকসিন রয়েছে। কৃষকদের নিয়ে সোমবার উপজেলা পরিষদ চত্ত্বরে একটি অনুষ্ঠান আছে। আগত কৃষকদের রাসেলস ভাইপার নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন