Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আ.লীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১০ মে ২০২৫, ১০:৪২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মোহাম্মদ আলী মোল্লাকে (৫২) শনিবার ভোরে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তাঁকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় ৫ আগষ্ট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সদর থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মোহাম্মদ আলী মোল্লা গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আ.লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি গোয়ালন্দ উপজেলার বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার মৃত আব্দুল মোল্লার ছেলে।

এর আগে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জামাল মোল্লাকে (৪৮) গোয়ালন্দ ঘাট থানা পুলিশ শুক্রবার গ্রেপ্তার করে। তাঁকেও গোয়ালন্দ মোড় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সদর থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। জামাল মোল্লা চর দৌলতদিয়া ইসহাক মোল্লার ছেলে।

মামলার বাদী রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বাসিন্দা রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী জিসান খান। ২ সেপ্টেম্বর রাজবাড়ী সদর থানায় তিনি বাদী হয়ে মামলা(নং-১) করেন। মামলায় গোয়ালন্দ মোড় শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুন্নবী, জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ সহ মোট ১৪জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত আরো ৬০ জনকে আসামি করা হয়।

মামলায় বলা হয়, গত ৫ আগষ্ট সকাল থেকে সারাদেশের ন্যায় সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। দুপুর বারোটার পর থেকে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে তাঁদের দাবি আদায়ের জন্য বিক্ষোভ করতে থাকেন। এ সময় মামলার আসামিরা আন্দোলকারীদের ওপর অতর্কিতভাবে হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে ২ সেপ্টেম্বর রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোয়ালন্দ মোড় এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন আ.লীগের সহসভাপতি জামাল মোল্লাকে গ্রেপ্তার করে রাজবাড়ী পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে মোহাম্মদ আলী মোল্লাকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। আর জামাল মোল্লাকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন