Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. রাজনীতি
  7. অপরাধ
  8. আলোচিত খবর

পাংশায় যুবদল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য একজন আটক

রাজবাড়ী মেইল ডেস্ক
৪ মে ২০২৫, ৮:৪১ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় পূর্ব শত্রুতার জেরে মো. রাশেদুল ইসলাম (৩৩) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সে স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। শনিবার (৩ মে) দুপুর ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার সকালে পাংশার পাট্টা ইউনিয়নের নিভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। রাশেদুল ইসলাম পাংশা উপজেলার পাট্টা গ্রামের কিয়ামদ্দিন মণ্ডলের ছেলে। পেশায় তিনি কৃষি শ্রমিক ছিলেন। তার ৬ মাস বয়সী এক ছেলে ও ৫ বছরের এক মেয়ে রয়েছে।

রাশেদুলের বোন জামাই ফজলুর রহমান বলেন, ‘দুই বছর আগে পাট্টার নিভা গ্রামের ইসলামের কাছ থেকে রাশেদুল সাত হাজার টাকা ধার নেন। দেড় বছর আগে সমস্ত টাকা সুদসহ ফেরত দেন। আরও টাকা দাবি করে পাট্টা বাজারে অবস্থিত রাশেদুলের চায়ের দোকান ও বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। ভয়ে রাশেদুল সহ পরিবার মাগুরার শ্রীপুর থানার চণ্ডিবর গ্রামে আমার বাড়িতে আশ্রয় নেন। ৭ মাস আগে পরিবারসহ সকলে বাড়ি ফিরে আসলে হত্যার হুমকি দেয়।’

স্থানীয় কয়েকজন জানান, প্রায় এক মাস বরিশাল অঞ্চলে ধান কাটা শ্রমিকের কাজ করে শুক্রবার (২ মে) দিবাগত গভীররাতে বাড়ি ফেরেন রাশেদুল। সাথে তারা ১৮ থেকে ২০ জন শ্রমিক একসঙ্গে কাজের মজুরি হিসেবে এক ট্রাক ধান নিয়ে আসেন। ধানগুলো তারা রুপিয়াট গ্রামে সঙ্গীয় এক শ্রমিকের বাড়ি রাখেন। শনিবার সকাল ১০ টার দিকে আমার ওই ধান ভাগ করতে রুপিয়াট যাচ্ছিলেন। নিভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছলে ওঁৎ পেতে থাকা ইসলাম, রফিকসহ বেশ কয়েকজন রাশেদুলের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে রাশেদুল মারা যান।

রাশেদুলের বোন জামাই ফজলুর রহমান বলেন, ‘কুপিয়ে আমার শ্যালকের হাতের ও পায়ের রগ কেটে দেয়া হয়েছে। পিটিয়ে তার হাত-পা ভেঙে গুঁড়ো করে দিয়েছে। নির্মমভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। আমরা এখন মামলার প্রস্তুতি নিচ্ছি। আমরা রাশেদুল হত্যার বিচার চাই।’

পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল আলম মুরাদ বিশ্বাস জানান, স্থানীয় বিএনপির রাজনীতি দুই ভাগে বিভক্ত। একটি গ্রুপের নেতৃত্ব দেন সাবেক এমপি নাসিরুল হক সাবু এবং অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হরুন অর রশিদ। নিহত রাশেদুল ইসলাম ছিলেন নাসিরুল হক সাবু গ্রুপের যুবদলের সক্রিয় কর্মী।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, পূর্বের বিরোধকে কেন্দ্র করে রাশেদুলকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় খালিদ হাসান (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো মামলা দায়ের করেনি। মামলা হলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন