Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. কৃষি ও অর্থনীতি
  8. আলোচিত খবর

রাজবাড়ীতে কর্মচারীকে বেধে রেখে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১৬ লক্ষাধিক টাকার ক্ষতি

রাজবাড়ী মেইল ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ৭:৪৮ পূর্বাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া এম জে বি ইটভাটা সংলগ্ন পুকুরে বিষ প্রয়োগে বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ১৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে খামার মালিক দাবি করেছেন। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে খমার মালিক কাজী আরাফাত হাসান জিসান রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে তিনি পাঁচ জনের নামসহ অজ্ঞাত আরো পাঁচজনকে অভিযুক্ত করেছেন। অভিযুক্তরা হলেন, মাটিপাড়া গ্রামের মৃত আব্দুল খালেক মোল্লার ছেলে জাকির হোসেন মোল্লা, জাহাঙ্গীর মোল্লা, ফরিদ আহম্মেদ মোল্লা, আবু বক্কর সিদ্দিক পলাশ ও কাজীবাঁধা গ্রামের মোতালেব মোল্লার ছেলে শামীম মোল্লা। এছাড়া অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ফজর নামাজ শেষে পুকুরে পাড়ে ঘুরতে যান খামারী কাজী আরাফাত হাসান জিসান। এসময় পুকুর পাড়ে হাত ও পা বাধা অবস্থায় পড়ে থাকতে দেখেন পুকুর দেখভালের দায়িত্বে থাকা কর্মচারী মোতাহার হোসেন। দ্রুত তার হাত ও পায়ের বাধন খুলে দিলে বিস্তারিত ঘটনাটি খুলে বলেন। মোতাহার অসুস্থ্য হয়ে পড়ায় তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এসময় তিনি পুকুর জুড়ে বিভিন্ন প্রজাতির এবং আকারের মরা মাছ ভেসে উঠতে দেখেন।

অভিযোগে খামার মালিক বলেন, তাঁর সঙ্গে (কাজী আরাফাত হাসান জিসান) বিবাদী পুকুরের প্রতিবেশী জাকির হোসেন মোল্লা ও তার পরিবারের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। বিভিন্ন সময়ে তিনি ও তার পরিবারকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে প্রতিপক্ষ। সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অভিযুক্ত বিবাদীরা পুকুর পাড়ে গিয়ে খামারের কর্মচারী মোতাহারকে ওই স্থান থেকে চলে যেতে বলেন। এ সময় সে স্থান থেকে যেতে রাজি না হওয়ায় তার মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে ও মারপিট করে হাত ও পা বেঁধে রাখে। পুকুরে বিষ প্রয়োগ শেষে যাবার সময় এ কথা কাউকে বললে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় তারা।

কাজী আরাফাত হাসান জীসান বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে নামাজ শেষ করে পুকুরের কাছে গিয়ে মোতাহারকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান। এ সময় তিনি পুকুরে বিভিন্ন প্রজাতির প্রচুর মরা মাছ ভেসে থাকতে দেখেন। পুকুরে বিভিন্ন ধরনের অন্তত ২৫০ মণ মাছ ছিলো। যার আনুমানিক মূল্য ১৬ লক্ষাধিক টাকা। এসময় মোতাহারের বাঁধন খুলে দেওয়ার পর সে সব ঘটনা খুলে বলে। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় তিনি রাজবাড়ী সদর থানায় ৫ জনের নামসহ অজ্ঞাত পাঁচজনকে  আসামি করে অভিযোগ দিয়েছেন। তিনি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, মঙ্গলবার বিকেলের দিকে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধণের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন