Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ী মেইল ডেস্ক
৮ এপ্রিল ২০২৫, ১০:৪৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) হিমাদ্রি হাওলাদারসহ তিন জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে পাংশার সচেতন নাগরিক সমাজ। সোমবার দুপুরে শহরের আব্দুল মালেক প্লাজার সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধনের সভাপতিত্ব করেন পাংশা জিয়া পরিষদের সভাপতি, পাংশা মহিলা কলেজের শিক্ষক এম এ জিন্নাহ।

যুবদল নেতা খলিলুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিয়া, পাংশা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার সরদার, পাংশা উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. আবুল হোসেন কলেজের শিক্ষক আলমগীর হোসেন, জামায়াত নেতা আবু সাঈদ, জেলা ছাত্রদল নেতা সজীব রাজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর শিকদার প্রমুখ।

বক্তরা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যহারসহ একজন ভালো পুলিশ অফিসারকে হয়রানীকারী ব্যাক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানান। মানববন্ধন কর্মসুচীতে পাংশার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২৫ মার্চ পাংশা মডেল থানায় মিনি খাতুন নামের এক গৃহবধু তার মেয়ে অপহরণের মামলা করেন। মামলার এজাহারভুক্ত ৫নম্বর আসামি হলেন ওসির বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী গৃহবধু, ৩নম্বর আসামি গৃহবধুর স্বামী শরিফুল ইসলাম (৩২), ভাসুরের ছেলে জিসান খান (১৯), ভাসুর  রফিকুল ইসলাম মজনু (৪৫) ও জা জোছনা খাতুন (৩৮)।

অপহরণ মামলার অভিযোগে বলেন, স্বামী সৌদি আরব প্রবাসী। মেয়ে মাহিমা আক্তার অধরা কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করত। জিসান খান নামের এক তরুণ আমার মেয়েকে বিভিন্ন সময় বিরক্ত করতো এবং কুপ্রস্তাব দিত। বিষয়টি আমার কাছে বললে জিসানের অভিভাবকের কাছে নালিশ করি। অভিভাবকরা কোন পদক্ষেপ না নিয়ে আমার মেয়ের পেছনে লেলিয়ে দেয়। এতে জিসান আরো বেপরোয়া হয়ে আমার মেয়েকে বিরক্ত করতে থাকে। তার অত্যাচারে কুষ্টিয়ায় টিকতে না পেরে পাংশার পারনারায়নপুর ভাড়া বাসায় থেকে মেয়েকে পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তি করি। কিন্তু তারা আমাদের পিছু না ছেড়ে ঠিকানা সংগ্রহ করে মেয়েকে বিরক্ত অব্যাহত রাখে।

তিনি বলেন, ২২ মার্চ সকাল সাড়ে ৬ টার সময় আমার মেয়ে প্রাইভেট পড়ার কথা বলে স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। বাড়ি না আসায় খোঁজ করতে থাকি। পরে জানিতে পারি, আমার মেয়েকে পারনারায়নপুর ব্রিজের উপর পৌছলে জিসান তার বাবা রফিকুল ইসলাম মজনু, মা জোছনা খাতুন, চাচা শরিফুল ইসলাম ও চাচী রিমা খাতুনের(ওই গৃহবধু) সহায়তায় আমার মেয়েকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। যাওয়ার সময় আমার মেয়ের গলায় ৮ আনা ওজনের স্বর্নের চেইন, একজোড়া স্বর্নের দুল ও বাম হাতের আঙুলে ৪ আনা ওজনের একটি আংটি ও তার কাছে হাওয়াই স্মার্ট ফোন ছিল।”

পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, অপহরণ মামলাটি ভিন্নখাতে প্রবাহিত এবং পুলিশের কাজকে বিঘ্নিত করার জন্য রিমা খাতুন এক পক্ষের প্ররোচনায় রোববার(৬এপ্রিল) রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে তাঁকে (ওসি), অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হিমাদ্রি হাওলাদার ও হাবাসপুর ইউপির কাচারীপাড়ার আরিফ হোসেনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করেন। ট্রাইব্যুনালের বিচারক শেখ মফিজুর রহমান মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) ফরিদপুর কার্যালয়ের পুলিশ সুপারকে নির্দেশ দেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন