Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি
  6. ভিন্ন স্বাদের খবর
  7. ধর্ম ও জীবন

রাজবাড়ীতে শুরু হলো মাসব্যাপী স্বল্পমূল্যের বাজার

রাজবাড়ী মেইল ডেস্ক
৫ মার্চ ২০২৫, ১০:৩০ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী স্বল্পমূল্যের বাজার। স্বল্পমূল্যে ক্রেতাদের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌছে দিতেই এ বাজার ব্যবস্থা চালু করা হয়। আজ বুধবার (৫ মার্চ) দুপুরে শহরের ২নং রেলগেট এলাকায় এই বাজারের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলাতানা আক্তার।

জেলা প্রশাসনের আয়োজনে এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় রমজান মাসব্যাপী প্রতিদিন সকাল ৬টা থেকে শুরু হয়ে ইফতারের আগ পর্যন্ত চলবে এ বাজার ব্যবস্থা। বাজারে সকল ধরনের কাঁচা শাকসবজি, পেঁয়াজ, রসুন, ডিম ও ফল বিক্রি করা হবে। বাজারের তুলনায় কিছুটা কম মূল্যে ক্রেতারা এখন থেকে এসব পণ্য কিনতে পারবেন।

উদ্বোধনী দিনে আসা কয়েকজন ক্রেতা জানান, বাজারে এক হালি কাঁচ কলার দাম ২৫ থেকে ৩০ টাকা। এখানে বিক্রি হচ্ছে ১৫ টাকা। বাজারে একটি মাঝারী তরমুজ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়। স্বল্পমূল্যের বাজারে ২২০ থেকে ২৪০টাকায় পাওয়া যাচ্ছে। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জেলা প্রশাসন ন্যায্যমূল্যের যে বাজারটি বসিয়েছে এতে স্বল্প আয়ের মানুষ এবং সাধারণ ক্রেতারা অনেক উপকৃত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজ সুলাতানা আক্তার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান, রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, এনডিসি নাহিদ আহমেদ, রাজবাড়ী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. তায়েব আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, সদস্য সচিব মো. রাশেদুজ্জামান, মূখ্য সংগঠকজ হাসিবুল ইসলাম শিমুল, মুখপাত্র রাজিব মোল্লা, সদস্য সাইদুজ্জামান সাবিক প্রমূখ।

জেলা প্রশাসক মিজ সুলাতানা আক্তার সাংবাদিকদের বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় জনবহুল জায়গায় ন্যায্যমূল্যের বাজার চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রান্তিক কৃষকরা তাদের উৎপাদিত পণ্য এখানে সুলভ মূল্যে বিক্রয় করবে। এছাড়া প্রতিদিন আমাদের বাজার মনিটরিং চলবে। ভোক্তা অধিদপ্তর কাজ করছে। যাতে সাধারণ বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য গ্রাহকদের ক্রয় সীমার মধ্যে থাকে। পাশাপাশি এখানে টিসিবির একটি ট্রাকও রেখেছি। এখানে যারা ন্যায্যমূলে পণ্য কিনতে আসবে তারা একই সঙ্গে টিসিবির পণ্যও সংগ্রহ করতে পারবে। টিসিবি প্যাকেজে তেল, ছোলা, চিনি ও ডাল থাকছে। প্রতিদিন ৮০০টি পরিবার টিসিবির পণ্য নিতে পারবে। পুরো রমজান মাস জুড়েই এই কর্মসূচি চালু থাকবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ