Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

রাজবাড়ীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

রাজবাড়ী মেইল ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর সদর উপজেলার পাচুরিয়া এবং জেলার পাংশা উপজেলার কালিকাপুর ব্রীজের কাছে চলন্ত ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়। এরমধ্যে একজনের বয়স ২৫ থেকে ৩০ এবং আরেকজনের বয়স ৩৫ থেকে ৪০ বছর হবে। তবে কারো পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

রাজবাড়ী জিআরপি থানা পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শবিার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে ‘রাজবাড়ী এক্সপ্রেস’ নামক ট্রেনটি রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনটি রাজবাড়ীর পাংশা উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রীজের কাছে বিকেল সোয়া ৪টার দিকে পৌছে। এ সময় অশাবধাণতা বশত ২৫ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবক ট্রেনের ওপর থেকে নিচে পড়ে যায়। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ থেতলে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে রাজবাড়ী জিআরপি থানা পুলিশের দল দুর্ঘটনাস্থলে পৌছে আইনগত প্রক্রিয়া শুরু করে।

অপরদিকে বিকেলে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে কুষ্টিয়ার পোড়াদহগামী ছেড়ে যায় ‘শাটল ট্রেন’। ট্রেনটি রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া বাজার রেল ষ্টেশন এলাকায় পৌছলে ৩৫ থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাত এক যুবক ট্রেনটির নিচে ঝাপ দেয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেতলে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। খবর পাওয়ার পর বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের একটি দল দুর্ঘটনাস্থলে পৌছে আইনগত প্রক্রিয়া শুরু করেন।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে জেলার পাংশা উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রীজের কাছে দুর্ঘটনাটি সম্ভবত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়েছে। অপরদিকে বিকেলে সদর উপজেলার পাচুরিয়া ষ্টেশন এলাকায় অজ্ঞাত যুবক সম্ভবত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন। দুটি দুর্ঘটনাস্থলে আমাদের পুলিশের আলাদা টিম পাঠানো হয়েছে। তারা প্রাথমিক তদন্ত শেষে লাশ দুটির সুরতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। লাশ দুটির পরিচয় পাওয়া না গেলে দাফন সম্পন্নের জন্য আঞ্জুমান মফিদুলে প্রদান করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ