Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

রাজবাড়ীতে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে জেলা বিএনপির সংবাদ সম্মেলন

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে জেলা বিএনপির আয়োজনে পৃথক দুটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হারুনের বিরুদ্ধে মিথ্যা অপ্রচারের ছাড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতেই জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম দুই পৃষ্ঠার লিখিত বক্তব্যে বলেন, “রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ২২ জানুয়ারি কালুখালী উপজেলার সোনপুর মোড়ে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের একতাবদ্ধ থাকার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এসময় হারুন অর রশিদ বলেন, কোনভাবেই ফ্যাসিস্টদের কোন লোক বর্তমান প্রেক্ষাপট ব্যবহার করে দলের কোন সুনাম নষ্ট করতে না পারে সেজন্য কথা বলেছেন। তিনি সেখানে বলেন, “আমাদের যে সকল নেতাকর্মী বৈধ, আইনসিদ্ধ ও ন্যায় সঙ্গতভাবে ব্যবসা বাণিজ্য করছেন, সেটাতে অবশ্যই যেন তৃণমূল নেতাকর্মীরা বঞ্চিত না হয়। আপনাদের ব্যবসার মুনাফার একটা অংশ যেন তৃণমূল কর্মীরা পায়। আপনাদের ব্যবসা থেকে দলীয় কর্মীরা যদি ১ হাজার টাকাও পান সে খুশি হবে। ওই টাকা দিয়ে যদি একটু মাংস কিনে খেতে পারেন সেটাতে আমাদের অনেক শান্তি। আপনারা যদি একা একা খেতে চান তাহলে আল্লাহও সহ্য করবেন না। আমাদের দলের অনেকের টাকা পয়সা আছে, তারা শুধু ব্যবসা করবে আর যাদের মূলধন নেই তারা কিছুই পাবে-এটা হবে না। তৃণমূলকর্মীরা যেনো সকল সুবিধা পায় সেই ব্যবস্থা করতে হবে।” কিন্তু এটার খন্ডিত অংশ প্রচার করে বিভ্রান্তি ছাড়ানো হচ্ছে।” এগুলো বন্ধ করার আহ্বান করেন সম্মেলন উপস্থিত নেতাকর্মীরা।

এদিকে একই স্থানে দুপুর একটার দিকে পৌর বিএনপির আয়োজনে পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বুধবার (১২ ফেব্রুয়ারি) কর্মী সমাবেশের মঞ্চ ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া ও সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল।

এসময় পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে দোষারোপ করে বলেন,  গতকাল বুধবার পৌরসভার আহম্মেদ আলী মৃধা কলেজ মাঠে ৭নম্বর ওয়ার্ড বিএনপির কর্মীসভার মঞ্চ ভাঙ্চুর করা হয়। মোটরসাইকেলের বহরে করে শতাধিক লোকজন খেয়ামের নামে শ্লোগান দিয়ে অতর্কিতভাবে এসে মঞ্চ ভাঙ্চুর করে। আমাদের  নেতাকর্মীদের ওপর হামলা করে। মূলতো বিএনপির খৈয়ম গ্রুপের নেতাকর্মীরা দৌলতদিয়া ফেরিঘাট, চন্দনী ধাওয়াপাড়া বালুরঘাট সহ বিভিন্ন দপ্তরে চাঁদাবাজি করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।

একইভাবে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেলও বিএনপির সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে দোষারোপ করে বক্তব্য রাখেন। তবে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতৃবৃন্দের এসব অভিযোগ অস্বীকার করে সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। এ ধরণের অভিযোগের কোন সত্যতা নেই।”

সংবাদ সম্মেলনে রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শিকদার রেজাউল করিম পিন্টু, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুল রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মঞ্জুর হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন