Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. রাজনীতি
  7. অপরাধ

পাংশায় আ.লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর, আতঙ্কিত এলাকাবাসী

রাজবাড়ী মেইল ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৫১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহরে মঙ্গলবার রাতে বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ১৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। আতঙ্কগ্রস্ত ওই সব পরিবারের অধিকাংশ মানুষ এলাকা ছাড়া।

আহতরা হলেন উপজেলার কলিমহল ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে রুবেল শেখ ও এলাকার ইয়াসিন আলী শেখ এর পুত্রবধু মনছুরা খাতুন। তাদেরকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বসা কুষ্টিয়া গ্রামের ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত মমিন মন্ডলের স্ত্রী রেনু খাতুন সাংবাদিকদের বলেন, আমার স্বামী একটি ডিস লাইনের ব্যবসা করতো। ৫ আগষ্টের পর সেটি বেদখল হয়ে যায়। ১৫-২০ দিন আগে পুকুরে বিষ প্রয়োগ করে সকল মাছ মেরে ফেলে। এরমধ্যে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা আমাদের বাড়িতে অতর্কিতভাবে হামলা ও ভাঙচুর চালায়।

রতিবেশী ফজলু মন্ডল জানান, তাদের ঘরের আলমাড়িতে থাকা নগদ দেড় লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। পলাশ মন্ডল নামের আরেকজনের বাড়ি-ঘরে হামলা শেষে তার দোকানেও হামলা চালিয়ে নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। হামলার শিকার অধিকাংশ স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

নাম প্রকাশে অনিচ্ছুক বসা কুষ্টিয়া ও চর কলিমহর এলাকার কয়েকজন জানান, মঙ্গলবার রাত ৮টার পর থেকে ৯টা পর্যন্ত ৫০-৬০ জন রামদা, চাপাতি, কোড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এমন পরিবারে হামলা ও ভাঙচুর চালায়। দুর্বৃত্তদের হামলায় বসা-কুষ্টিয়া গ্রামের মমিন মন্ডল, জহির মন্ডল, জাহিদ শেখ, আনিস আহম্মেদ মানিক, আবু শেখ, সাবু শেখ, ইয়াসিন আলী শেখ, নিজাম মোল্লা, আব্দুল আজিজ শেখ এবং চর-কলিমহর গ্রামের সাইদুর রহমান, ওহাব মন্ডল, সিদ্দিকুর রহমান, ফজলু মন্ডল, খলিল মন্ডল এর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এরমধ্যে সাইদুর রহমান কলিমহর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি এবং ওহাব মন্ডল ওই ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক। ৫ আগষ্টের পর এসব পরিবারের অধিকাংশ মানুষ হামলা আতঙ্কে বাড়ি ছাড়া। মঙ্গলবার রাতে হামলা ও ভাঙচুরের পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, রাতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ৪-৫টি বাড়িতে এবং কয়েকটি বাড়ির গেট ভাঙচুর হয় বলে তিনি দাবি করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন