Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

রাজবাড়ীতে আইফোনের বিজ্ঞাপন দেখিয়ে পৌনে তিন লাখ টাকা আদায়, প্রতারক গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৫, ১১:১৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ আমেরিকায় থেকে পড়াশোনা করছেন পরিচয় দিয়ে আইফোনের বিজ্ঞাপন দেখিয়ে প্রতারণার মাধ্যমে এক নারীর কাছ থেকে প্রায় পৌনে তিন লাখ টাকা হাতিয়ে নেন। বুধবার সন্ধ্যায় রাজবাড়ীর ম্যাজিষ্ট্রেট আদালতে প্রতারণার কথা স্বীকার করে জবানবন্দি দেন পুলিশের হাতে গ্রেপ্তারকৃত বিজয় কুমার দে (২৩) নামের এক তরুণ। সে রাজবাড়ী শহরের বিনোদপুর মহল্লার গৌর চন্দ্র দের ছেলে।

এর আগে প্রতারণার শিকার রাজবাড়ী সদর উপজেলার ছোটনূরপুর গ্রামের আয়শা আক্তার মীম নামের এক নারী মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। আইফোন দেওয়ার ফাঁদে ফেলে আমেরিকা প্রবাসী পরিচয় দিয়ে তার কাছ থেকে দুই লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় সে। ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে রাজবাড়ী সদর থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় বুধবার শহরের পান্না চত্ত্বর থেকে ওই প্রতারককে গ্রেপ্তার করে।

প্রতারণার শিকার আয়শা আক্তার মীম জানায়, গত বছর ২৪ অক্টোবর রাজবাড়ী সদর উপজেলার ছোটনুরপুর গ্রামে বাবার বাড়িতে থাকাকালীন তার ফেসবুক আইডি থেকে অপর একটি আইডিতে আইফোনের বিজ্ঞাপন দেখে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। এসময় অজ্ঞাতনামা তরুণ নিজেকে আমেরিকায় থেকে পড়াশুনা করছেন বলে পরিচয় দেন। আইফোন নিতে হলে তাকে ডেলিভারি খরচ বাবদ তার দেওয়া নগদ নাম্বারে ৫০০ টাকা পাঠাতে হবে। কথামতো টাকা পাঠানোর পর বাদীকে জানায়, ‘আপনি সবেমাত্র আমেরিকার খরচ দিয়েছেন, বাংলাদেশের খরচ বাবদ আরো ৩ হাজার টাকা পাঠাতে হবে’। পরে আয়শা আক্তার পুনরায় তার নগদ নাম্বারে ৩ হাজার টাকা পাঠান। টাকা পাঠানোর পর এবার তাকে বলেন, ‘আপনি টাকা পাঠাতে দেরি করেছেন। এজন্য জরিমানা বাবদ আরো দেড় হাজার টাকা পাঠাতে হবে’। কথামতো পুনরায় দেড় হাজার টাকা পাঠান। এভাবে কয়েক দফা টাকা পাঠানোর পরও ফোন না দিয়ে বিভিন্ন কৌশলে তার সরলতার সুযোগ নেয়। এভাবে গত ২৪ অক্টোবর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় নগদ পার্সোনাল নাম্বারে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। আয়শা আক্তার মীমের মা হাছিনা বেগমের নামে ইসলামী ব্যাংকের এটিএম কার্ড থাকায় বিভিন্ন সময় চাহিদা মতো আয়শা আক্তার টাকা উত্তোলন করে প্রতারককে প্রদান করতেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, প্রতারণার শিকার আয়শা আক্তার মীম থানায় মামলা করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার শহরের পান্না চত্ত্বর থেকে ওই তরুণকে গ্রেপ্তার করে। বিকেলে আদালতে পাঠালে বিজয় কুমার বিচারকের কাছে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আদালত বুধবার রাতেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিজয় কুমার দে একজন সুকৌশলী বিকাশ প্রতারক। এ ধরনের আরো কোন ঘটনা ঘটিয়েছে কি না খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন