Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি

ভুল রাজনীতির কারণে শেখ মুজিবকে জীবন দিতে হয়েছে – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ী মেইল ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫, ১১:৪৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ভুল রাজনীতির কারনে এবং ভুল পথে রাষ্ট্র পরিচালনার জন্য শেখ মুজিবকে জীবন দিতে হয়েছে। একই পথে হেটেছিল তার মেয়ে শেখ হাসিনা। আয়না ঘর নামের ছোট্ট একটি অন্ধকারের ঘর তৈরী করে মানুষকে হত্যা করা হয়েছে। আজ সে দেশ ছেড়ে পালিয়ে গেছে। রাজনীতি করতে হবে দেশের জন্যে। রাজনীতি করতে মানুষের জন্য। আজ আমার দেশের মানুষ ভালো নেই।

হাসপাতালে গিয়ে কেউ ভালো চিকিৎসা পায়না। হাসপাতালে গিয়ে কান্নায় পড়ে আমার বোন, আমার মা। এর নাম রাজনীতি না। রাজনীতি মানে মানুষের সেবা করা। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটকে রাখা হয়েছিল। তার চিকিৎসা পর্যন্ত করতে দেয়নাই। আজ তিনি চিকিৎসার জন্য বিদেশে গেছেন। যাওয়ার সময় হাজার হাজার মানুষ তাঁকে সম্মানের সাথে বিদায় দিয়েছেন।

কথাগুলো বলছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শুক্রবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন বিএনপির আয়োজনে উড়াকান্দা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ১৭টি বছর কোন কথা বলার স্বাধীনতা ছিল। পুলিশ দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে ধরে জেলে পাঠিয়েছে। আমাদের রাজবাড়ীর তিন শতাধিক নেতাকর্মীকে জেলে পাঠানো হয়েছে। মিথ্যা মামলা দিয়ে দেশ নায়ক তারেক রহমানকে দেশ ছাড়া করা হয়েছে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, সাথে করে নিয়ে গেছে। জোর করে ক্ষমতায় থাকা যায়না। আমরা শেখ হাসিনা থেকে শিক্ষা নেই। অন্যায় করে কেউ ক্ষমতায় থাকতে পারে না। আমরা এমন রাজনীতি করতে চাইনা। রাজনীতি করতে হবে দেশের সৎ মানুষদের।

তিনি বলেন, রাজনীতি করতে হবে এই নদী ভাঙ্গা, খেটে খাওয়া মানুষের জন্য। কিন্তু আওয়ামী লীগ ছিল একটি ফ্যাসিস্ট দল। তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে তাদেরকে দেশ ছাড়া করেছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে।

৭১ এর স্বাধীনতায় রক্ত দিয়েছিলাম দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সঠিক চিকিৎসা পায়। ১৭টি বছর এই দেশে অনেক কিছু হয়েছে। রাজবাড়ীর বরাট, উড়াকান্দায় অনেক কিছু হয়েছে। আজ নতুন করে চিন্তা করতে হবে। ঘটে যাওয়া সব ধরনের অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমরা যেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দ্বাড়ায়। এখানে শান্তি ফিরিয়ে আনতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মাদকের বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে। সব ধরনের মারামারি, হানাহানি বন্ধ করে শান্তির এলাকায় রুপান্তর করতে হবে। আমরা কেউ কোন অন্যায় করবো না, অন্যায়কে প্রশয় দিবনা। আমরা তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো।

বরাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মুঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহিন প্রমূখ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ