Rajbarimail.com
ঢাকা, রবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ী মেইল ডেস্ক
৬ জানুয়ারি ২০২৫, ১০:০২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলওয়ে ষ্টেশনের সামনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক বয়স্ক নারীর (৬৫) মৃত্যু হয়েছে। স্থানীয়দের মতে, গতকাল রোববার দিবাগত মধ্যরাত দুইটার দিকে ঢাকা থেকে যশোরের বেনাপোলগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ নামক ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে জিআরপি পুলিশের ধারণা আজ সোমবার সকালে খুলনা থেকে আসা ঢাকাগামী ‘নকশিকাঁথা ট্রেনে’ কাটা পড়ে মারা গেছে।

বসন্তপুর ষ্টেশন বাজার লেভেল ক্রসিংয়ের গেট কিপার মাসুম খান জানান, ধারণা করা হচ্ছে বয়স্ক ওই নারী রাস্তায় ঘুরে বেড়ানো মানসিক প্রতিবন্ধী বা পাগল প্রকৃতির ছিলেন। রোববার দিবাগত মধ্যরাতের দিকে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগতির ট্রেনের আঘাতে ছিটকে রেললাইনের পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়।

বসন্তপুর বাজার এলাকার ব্যবসায়ী আব্দুর রব মিয়া বলেন, আজ সকালে বাসা থেকে বাজারে আসার পর স্থানীয়দের ভিড় দেখে তিনিও কাছে এগিয়ে যান। এসময় নিজতের শরীরের আঘাতের চিহৃ দেখে ধারণা করছেন ট্রেনের আঘাতে তার মৃত্যু হয়েছে। তবে প্রকৃত পক্ষে কখন মারা গেছেন সঠিক বলা যাচ্ছে না।

ষ্টেশন এলাকার হোমিও চিকিৎসক জিয়াউর রহমান বাটলার জানান, আজ সোমবার ভোরে তিনি ফজরের নামাজ আদায় করে বসন্তপুর রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্মে হাঁটতে ছিলেন। এ সময় প্লাটফর্মের সামনে রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। আনুমানিক ৬০-৬৫ বছর বয়সী ওই নারীর মাথায় ও পেটে ট্রেনে কাটার চিহৃ রয়েছে।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুৃল ইসলাম মুঠোফোনে বলেন, ‘ধারণা করা হচ্ছে আজ সোমবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশি কাঁথা ট্রেনে কাটা পড়া অজ্ঞাত ওই নারীর মৃত্যু হতে পারে। তবে কখন কোন ট্রেনে কাটা পড়ে মারা গেছেন এখনো কেউ নিশ্চিত করতে পারেননি।

ওসি বলেন, আজ সোমবার সকালে অজ্ঞাত ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ফরিদপুরের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। আঙ্গুলের ছাপ নেয়ার মাধ্যমে পরিচয় শনাক্ত করা গেলে পরিবারকে খবর দেওয়া হবে। পরিচয় শনাক্ত না হলে ময়না তদন্ত শেষে লাশ রাজবাড়ীর আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ