Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভা স্থগিত, পাল্টাপাল্টি অভিযোগ

রাজবাড়ী মেইল ডেস্ক
৪ জানুয়ারি ২০২৫, ৯:৩৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির দুটি গ্রুপের পূর্ব ঘোষিত একই স্থানে ৫ জানুয়ারী জনসভা স্থগিত করেছে। শুক্রবার রাতে একটি গ্রুপ দলীয় কার্যালয়ে প্রস্ততি সভায় কর্মসূচি স্থগিত ঘোষণা করে। অপর গ্রুপ রাতেই সংবাদ সম্মেলন করে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে।

দুই পক্ষের দাবি, ৫ জানুয়ারী রোববার কালুখালীতে সেনাবাহিনীর শীতকালিন মহড়ায় বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সহ তিন বাহিনীর প্রধান থাকার কথা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগমনে বিএনপির দুটি পক্ষ রাজনৈতিক কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে। শীঘ্রই দুই গ্রুপ পুনরায় সভা করার পক্ষে অঙ্গীকারাবদ্ধ। পাল্টা সভা ডাকা কেন্দ্র করে দলের সাধারণ নেতাকর্মী ও জনসাধারণের মধ্যে বিরাজ করা উদ্বেগ-উৎকণ্ঠার আপাতত অবসান ঘটেছে।

শুক্রবার (৩ জানুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ বাজার রেলষ্টেশনে গোয়ালন্দ পৌর বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি এ্যাড. মো. আসলাম মিয়া। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, জেলা স্বেচ্ছাসবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখন প্রমূখ।

৫ জানুয়ারী জনসভা সফল করতে কয়েকদিন ধরে উভয় গ্রুপ প্রস্তুতি গ্রহণ করে। পাশাপাশি সভা-সমাবেশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে প্রতিহত করার ঘোষণা দেয়। এতে সাধারণ নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। গোয়ালন্দ শহরের প্রাণকেন্দ্র মুক্তিযোদ্ধা শহীদ ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব ময়দানে জনসভা আহ্বান করা হয়।

শুক্রবার রাতে দলীয় কার্যালয় উদ্বোধন ও প্রস্তুতি সভায় জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষর করে আমাদের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন। কাউন্সিলরদের ভোটে উপজেলা ও পৌর বিএনপিসহ ওয়ার্ডে সম্মেলন সম্পন্ন করেছি। নির্বাচিত কমিটিকে মাইনাস করে আপনারা আলাদা কর্মসূচি দিবেন তা হবেনা।

মূল কমিটির নেতৃত্বে দলীয় কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বলেন, দল যাকে মনোনয়ন দিবে তার জন্য কাজ করবো। যদি আপনাকে(খৈয়ম) মনোনয়ন দেয় আমরা আপনার জন্য কাজ করবো। সিনিয়র নেতা হয়ে দলের বিরুদ্ধে কিভাবে আলাদা কর্মসূচি পালন করেন বোধগম্যে আসেনা। কালুখালীতে সেনাবাহিনীর শীতকালিন মহড়ায় প্রধান উপদেষ্টা আসার কথা থাকায় কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

বিএনপির অপর অংশ (খৈয়ম) রাত সাড়ে ৮টার দিকে রেলষ্টেশনে অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ৫ জানুয়ারীর কর্মসূচি স্থগিত ঘোষণা করে। বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেরা কৃষকদলের সাবেক সভাপতি রুস্তুম আলী মোল্লা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিন মিয়া।

সুলতান-নূর ইসলাম মুন্নু বলেন, আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে বিএনপি করি। আ.লীগের দুঃশাসনে এখানে উপস্থিত সকলে মামলা খেয়ে জেল খেটেছি। অপর পক্ষ আমাদের বাদ দিয়ে পছন্দ মতো কমিটি করে পাল্টা কর্মসূচি দিচ্ছে। আমরা অনেক আগে ৫ জানুয়ারী কর্মসূচি দিয়েছিলাম। আমাদের প্রতিহত করতে তারা পাল্টা কর্মসূচি ঘোষণা দেয়। কালুখালীতে সেনাবাহিনীর শীতকালিন মহড়ায় সরকার প্রধানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেকে থাকবেন। তাই আমাদের পূর্বের কর্মসুচি স্থগিত ঘোষণা করেছি।

দলীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী-১ আসনে বিএনপির রাজনীতি মূলত দুটি ধারায় বিভক্ত। জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির আহ্বায়ক এবং নির্বাচিত কমিটির নেতৃত্ব দিয়ে আসছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. মো. আসলাম মিয়া। অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তাঁর সাথে সাবেক কমিটির অধিকাংশ নেতাকর্মী রয়েছে। দুই নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিএনপি দলীয় মনোনয়ন লাভের প্রত্যাশী।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন