Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. রাজনীতি
  7. অপরাধ
  8. আলোচিত খবর

ছাত্রদল নেতা অপহরণের পর নির্যাতনের মামলায় বালিয়াকান্দির সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
২৩ নভেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি, রাজবাড়ীঃ ছাত্রদল নেতা অপহরণের পর চাঁদাবাজি, শারীরিক নির্যাতন করে হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আবুল কালাম আজাদ বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি।

জানা গেছে, ২৫ আগষ্ট রাজবাড়ীর বিজ্ঞ বালিয়াকান্দি আমলী আদালতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, মন্ত্রীপুত্র আশিক মাহমুদ মিতুল, বালিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন, আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি থানার সাবেক ওসি আবু সামা মো. ইকবাল হায়াতসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এছাড়া অজ্ঞাত হিসেবে আরো তিনজনকে আসামী করা হয়।

মামলার বাদী রাজবাড়ী জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক ও নারুয়া ইউয়িনের বিলধামু গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. তুহিনুর রহমান। অপহরণ, চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগের মামলাটি বিজ্ঞ আদালত এফআইআর হিসেবে গ্রহণের জন্য বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। ৩০ আগষ্ট বালিয়াকান্দি থানায় মামলাটি (নং-৫) এজাহারভুক্ত হয়।

মামলা সূত্র জানায়, ২০১৪ সালের ১২ জানুয়ারী দুপুরে সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য জিল্লুল হাকিমের হুকুমে উল্লেখিত আসামীরা বালিয়াকান্দি কলেজ মাঠের পিছনে রাস্তা থেকে মাইক্রোবাসে করে পিস্তুল, রিভল ও শুটারগান তাক করে জোরপূর্বক অপহরণ করে গাড়িতে তুলে নেয়। ৪নম্বর আসামী নায়েব আলীর বসত বাড়ির নির্জন কক্ষে আটকে রেখে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। ২নম্বর আসামী বালিয়াকান্দি থানার সাবেক ওসি আবু সামা মো. ইকবাল হায়াত তাঁকে বেঁধে উল্টো করে ঝুলিয়ে পায়ের তালুতে আঘাত করেন। এতে তাঁর পা ফুলে রক্তাত্ব জমাট বাধে।

মামলার ৫নম্বর আসামী নাছির উদ্দিন বাদীর দুই হাতের তালুতে বেত্রাঘাত করে ফুলে রক্তাত্ব জখম করে থেতলে দেন। আসামীরা তাঁর বাবার কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় আসামীদের সহযোগিতায় মাটিতে ফেলে বালিয়াকান্দি থানার ওসি বাদীর মেরুদণ্ডে বুট দিয়ে আঘাত করে মেরুদণ্ডের সি-৪ ও সি-৬ ডিস্ক ভেঙ্গে ফেলে। সারারাত ঘরে আটকে তাঁকে ইলেক্ট্রিক শক দেয়। ছেলেকে বাঁচাতে অনেক কষ্টে তাঁর বাবা আসামীদের ৫ লাখ টাকা দেন। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে ওসি পরদিন একটি পুরাতন মামলায় তাঁকে আদালতে প্রেরণ করেন।

তুহিনুর রহমান বলেন, জামিনে বের হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতায় ভারতের চেন্নাই এ্যাপোলো হাসপাতাল এবং ভেলোরে চিকিৎসা গ্রহণ করেন। দেশে ফিরে ইবনেসিনা হাসপাতালে অস্ত্রপচার করে কৃত্রিম ডিস্ক প্রতিস্থাপন করে। তাঁর হাত ও পা মারাত্মক জখম হওয়ায় এখনো স্বাভাবিকভাবে চলাচল করতে পারেননা। আইনগত পদক্ষেপ নিতে গেলে আসামীরা ‘ক্রসফায়ারের’ হুমকি দেন। প্রাণনাশের ভয়ে পরিবারসহ সকলে দীর্ঘদিন পলাতক ছিলেন।

বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মো. আলামিন শেখ বলেন, তুহিনুর রহমানের দায়েরকৃত মামলার ৭নম্বর আসামী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। শুক্রবার দিবাগত মধ্যরাতে কালুখালী উপজেলার বোয়ালিয়া এলাকার মেয়ে বাড়ি থেকে যৌথ বাহিনী তাঁকে গ্রেপ্তার করে। আজ শনিবার দুপুরে তাঁকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন