Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. সাহিত্য ও সংস্কৃতি
  6. আলোচিত খবর

মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকীতে কবির নামে বিশ্ববিদ্যালয়ের দাবী

রাজবাড়ী মেইল ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪, ৯:৪৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাহিত্য সম্রাট বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার তাঁর সমাধীস্থলে উপজেলা প্রশাসন ও বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় বালিয়াকান্দি উপজেলার পদমদীস্থ মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সমাধিতে পুস্পস্তবক অর্পন শেষে মীর মশাররফ হোসেনের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয়রা দীর্ঘদিন মীর মশাররফ হোসেনের নামে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করাসহ স্মৃতি কেন্দ্রটি ঘিরে দূরের পর্যটকদের রাত্রি যাপন ব্যবস্থা, সরকারীভাবে পর্যটন কেন্দ্র ঘোষণা ও লাইব্রেরীতে পাঠক সমাবেশ করার অনুরোধ জানান।

আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সচিব (যুগ্মসচিব) মো. নায়েব আলী।

স্বাগত বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাসিবুল হাসান। প্রবন্ধ পাঠ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল ফজল, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর সভাপতি সালাম তাসিম, মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. শাহজালাল, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ বালিয়াকান্দির সভাপতি মুন্সী আলীর আলী। এসময় মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ কয়েকশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সাহিত্যিক মীর মোশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া লাহিনীপাড়া জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মীর মোয়াজ্জেম হোসেন ও মাতা দৌলতন নেছা। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে তিনি মৃত্যুবরণ করেন। সেখানেই তাঁকে সমাহিত করা হয়। তাঁর স্মৃতি রক্ষার্থে ২০০৫ সালে সাংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র নির্মাণ করা হয়।

বালিয়াকান্দি উপজেলার এক নিভৃত পল্লী নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রাম। কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের সমাধিস্থলকে ঘিরে গ্রামটি এখন অনেকের চেনা। মীর মশাররফ হোসেন কুষ্টিয়ার লাহিনীপাড়ার জন্মগ্রহণ করলেও জীবনের প্রায় পুরো সময় অতিবাহিত হয়েছে পৈতৃক নিবাস বালিয়াকান্দির পদমদী গ্রামে। এখানে মীর মশাররফ হোসেন তাঁর জীবনের উল্লেখযোগ্য কাব্য, উপাখ্যান, উপন্যাস, নাটক, আত্মজীবনী, অনুবাদ ও প্রবন্ধ রচনা করেন। বাংলা একাডেমীর তত্ত্বাবধানে এখানে নির্মিত হয়েছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র। ২০০১ সালের ১৯ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০৫ সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি কেন্দ্রটি উদ্বোধন করেন।

স্মৃতি কেন্দ্রে বর্তমানে লাইব্রেরীতে প্রায় ৪ হাজার বই রয়েছে। মীর মশাররফ হোসেনের জীবনী ও বিষাদ সিন্ধু ও মোশাররফ রচনা সম্ভার ছাড়াও কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুরসহ অনেক বিশিষ্ট ব্যক্তিদের লেখা বই রয়েছে। স্থানীয়রা সমাধি কেন্দ্রকে পর্যটন কেন্দ্র ঘোষণা ও তাঁর নামে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের জোর দাবী জানান। একই সাথে দর্শনার্থীদের ভ্রমনে, রাত্রিযাপন, বসার স্থান, পিকনিক স্পট, রেস্ট হাউজ, খাওয়া দাওয়া ও ফ্রেস হওয়ার কোন ব্যবস্থা না থাকায় তা করার অনুরোধ জানান।

স্থানীয়দের দাবীর বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রথম আলোকে বলেন, সার্বিক পরিস্থিতি এবং যৌক্তিতা বিবেচনা করে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন