Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. ধর্ম ও জীবন

রাজবাড়ীতে ভিন্ন আয়োজনে বিনোদপুর যুবসংঘ মন্দিরে শেষ হলো দুর্গাপূজা

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ অক্টোবর ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ

Link Copied!

module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 5281; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 340.46652; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 5281; AI_Scene: (-1, -1); aec_lux: 340.46652; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে দশমীতে বিভিন্ন পূজামন্ডপে আনন্দঘন পরিবেশে প্রতিমা বিসর্জন শেষ করেছে সনাতন ধর্মবলম্বিরা।সনাতনী  হিন্দু সম্প্রদায় সবচেয়ে বড় আয়োজনকে ঘিরে তাদের এবারের বিজয়া দশমী শেষ করে প্রতিমা বিসর্জন করেন সনাতনী সম্প্রদায়।

তবে জেলার বিভিন্ন পূজামন্ডপের ভিন্ন ভিন্ন আয়োজনের মধ্যে বিনোদপুর আমতলা যুবসংঘ দুর্গাপূজার আয়েজন ছিল বড় পরিসরে।এ পূজায় মানুষের বিচরন, প্রতিমা তৈরী, সাজসজ্জা সহ বিভিন্ন ধরনের আলোকসজ্জা ছিলো চোখে পরার মত।রাজবাড়ীর এ মন্ডপে এবার ডিজে পার্টি আনা হয়।মনোমুগ্ধ পরিবেশে শত শত দর্শনার্থী ভিড় করে পূজা মন্ডপে। রাত দশটার দিকে প্রতিমা বিসর্জন করে কর্তৃপক্ষ।তবে গত কয়েক বছরের মধ্যে এবারই বড় পরিসরে তাদের পূজা মন্ডপগুলো সাজিয়েছে।

এদিকে ভাজনচালা শীতলা কালিমন্দির পূজা মন্ডপের পূজার আয়োজনও ছিল ভিন্ন মাত্রার।এখানে বিকেল থেকে প্রতিমা দেখতে শত শত মানুষের ঢল নামে।এ পূজা মন্ডপের সার্বিক তত্বাবধানে ছিলো লেন বিপ্লব কুমার সাহা।

তিনি জানান, এ বছর তাদের পূজা মন্ডপে মানুষের ভির বেশি ছিলো।সকাল থেকে মানুষ মন্ডপে সিদুর পূজার মাধ্যমে দিনটি উপভোগ করে। সন্ধ্যার পর তাদের প্রতিমা বিসর্জন করেন গোদার আাজার ঘাট এলাকায়।

বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের ঢল নামে।রাজবাড়ী সদর উপজেলায় এবার ১০৯টি ও পৌরসভায় ২৬টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হয়। জেলায় ৪৩৭ টি মন্ডপে পূজার আয়োজন করা হয়।

বিনোদপুর আমতলা যুবসংঘ দুর্গাপূজা মন্দিরের সভাপতি পরিমল কুমার সরকার জানান, বিগত বছরগুলোতে পূজা পালনের আয়োজন ছিল কম। এবার তাদের দুর্গাপূজার আয়োজন বড় পরিসরে করেছেন।তাদের মন্ডপে এই প্রথম ডিজে পার্টির আয়োজন করা হয়।তবে তারা পূজার আয়োজন শুরু থেকে শেষ পর্যন্ত করতে পেরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আনসার সদস্যরা নিয়োজিত থাকায় তাদের ধন্যবাদ জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ