Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

দৌলতদিয়া ফেরিঘাট সংযোগ সড়কে সংস্কার কাজ, যান চলাচল ব্যাহত

রাজবাড়ী মেইল ডেস্ক
২২ এপ্রিল ২০২৪, ১১:২৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭নম্বর ফেরি ঘাটের সংযোগ সড়কের মাঝে বড় গর্ত তৈরী হয়েছে। নদী পাড়ি দিতে আসা এবং নদী পাড়ি দিয়ে আসা যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ সড়কের ইট তুলে সংস্কার কাজ শুরু করায় গত চারদিন ধরে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

সরেজমিন দুপুরে দেখা যায়, দৌলতদিয়ার ৭নম্বর ফেরি ঘাটের প্রবেশ পথে ইটের তৈরী সংযোগ সড়কের শুরুতে বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে। প্রায় ২০ ফুট এলাকা জুড়ে গর্তের চারপাশে ছোট লাঠির মাথায় লাল নিশান কাপড় টানিয়ে রাখা হয়েছে। এ সময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আগত নদী পাড়ি দিতে আসা ঢাকামুখী যানবাহন ওই ঘাট দিয়ে যাওয়ার সময় ধীর গতিতে চলাচল করছে। একই ভাবে নদী পাড়ি দিয়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যানবাহনও সতর্কতার সাথে চলাচল করছে। রাস্তার বেশিরভাগ জুড়ে আটকে থাকায় স্বাভাবিকভাবে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। গর্তের মাঝে ইটসহ সংস্কার সামগ্রী পড়ে আছে। দেখে মনে হচ্ছে সংস্কার কাজ চলছে। এ সময় ওই ঘাট দিয়ে চলাচলরত যানবাহনের যাত্রী এবং চালকদের ভোগান্তির কথা প্রকাশ করতে দেখা যায়। এছাড়া ধুলাবালির কারনেও সংযোগ সড়ক বা এ্যাপ্রোচ সড়ক দিয়ে যানবাহনের পাশাপাশি যাত্রী চলাচলেও বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে।

ঢাকাগামী দূরপাল্লার পরিবহনের চালক মো. সহিদ শেখ বলেন, চার দিন ধরে দেখছি রাস্তার মাঝের বেশিরভাগ অংশ আটকে এভাবে কাজ চলছে। ইটের রাস্তার বেশিরভাগ অংশ খানাখন্দের কারনে যান চলাচলে সমস্যা দেখা দেয়। এরপর সড়কের বেশিরভাগ জায়গা আটকা থাকায় যাতায়াতে সমস্যা দেখা দিচ্ছে। এতদিন ধরে যদি এভাবে কাজ চলতে থাকে তাহলে চলবে কি করে?

স্থানীয় একটি অটোরিক্সা চালক আলেপ মন্ডল বলেন, প্রতিটি ফেরি ঘাটের সংযোগ সড়ক বা এ্যাপ্রোচ সড়কের বেশিরভাগ স্থান খানাখন্দে ভরা। আবার ফেরি ঘাট থেকে ওপরের পাকা সড়কে উঠতে খানাখন্দ ও ইটের আদলার গুড়িতে ধুলাবালু সৃষ্টি হওয়ায় সব ধরনের গাড়ির পাশাপাশি যাত্রীরা পর্যন্ত চলাচল করতে পারে না। এসব সংস্কার কাজ দ্রুত গতিতে শেষ করা দরকার।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, ফেরি ঘাটের অধিকাংশ এ্যাপ্রোচ সড়কে খানাখন্দ থাকায় যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হয়। এ জন্য যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে না পারায় কিছুটা সমস্যা হচ্ছে। যেসব এ্যাপ্রোচ সড়কের সমস্যা রয়েছে সেসব সড়কের সংস্কার কাজ দ্রুত দ্রুত সমাধানে বিআইডব্লিউটিএকে অনুরোধ করা হয়েছে। তারা যত দ্রুত কাজ শেষ করতে পারবে তত দ্রুত সমস্যা সমাধান হবে।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. সহিদুল ইসলাম বলেন, ফেরি ঘাটের এ্যাপ্রোচ সড়ক জরুরি মেরামতের জন্য রমজান মাসেই প্রধান কার্যালয় থেকে দরপত্র প্রদান করা হয়েছে। দরপত্র প্রদানের আলোকে দৌলতদিয়ার ৭নম্বর ফেরি ঘাটের প্রায় ৪০০ মিটার এ্যাপ্রোচ সড়কের সংস্কার কাজের জন্য প্রায় ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সে আলোকে জরুরিভাবে গত ১৮ এপ্রিল, বৃহস্পতিবার থেকে কাজ শুরু হয়েছে। সাধারণত এ ধরনের ইটের রাস্তার সংস্কার কাজের জন্য দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত লাগে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন