Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. আলোচিত খবর

গোয়ালন্দে খাস জমির দখল নিয়ে বিবাদ, বাড়িঘরে হামলা মারপিট-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ মার্চ ২০২৪, ৫:৩১ অপরাহ্ণ

Link Copied!

শামীম শেখ ও মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে বাড়ির সামনে সরকারী খালের জায়গা দখল নিয়ে দ্বন্দ্বের জের ধরে বসত বাড়িতে হামলা চালিয়ে মারধর, ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের আভিযোগ পাওয়া গেছে। শনিবার উপজেলার পশ্চিম উজানচর নবুওছিমদ্দিন পাড়ায় ঠিকাদার রাজ্জাক সরদারের বাড়িতে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী রাজ্জাক সরদার (৪২) গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানায়, রাজ্জাক সরদারের সাথে প্রতিবেশী আজাহার নলিয়ার (৬০) বাড়ির জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। শনিবার সেহরি খেয়ে রাজ্জাক বাড়ির দোতলায় পরিবার নিয়ে ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির উঠানে ট্রলি চালকরা ইট ফেলতে শুরু করেন। ক্ষিপ্ত হয়ে আজহার নলিয়া, ভাই আনোয়ার নলিয়া (৪৫) এবং ছেলে জাকির নলিয়া (৩৫) ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে রাজ্জাকের বাড়িতে চড়াও হন। এ সময় তারা চিৎকার করে ডাকাডাকি করলে রাজ্জাক শুনতে পাননা। এক পর্যায়ে তারা ভবনের নিচ তলার দেয়ালে লাগানো তিনটি সিসি ক্যামেরা ও দুইটি বৈদুতিক মিটার ভাংচুর করে। ট্রলি চালকরা নিষেধ করলে তাদেরকেও শারিরিকভাবে লাঞ্ছিত করে।

এক পর্যায়ে হামলাকারীরা ভবনের প্রধান ফটকের লোহার দরজা খোলা পেয়ে ভিতরে প্রবেশ করে রাজ্জাকসহ পরিবারের সদস্যদের মারপিট শুরু করে। রাজ্জাকের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে আলমারি, ড্রয়ার ও ওয়ারড্রব ভাংচুর করে আলমারিতে থাকা নগদ ৭ লক্ষ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে।

রাজ্জাক সরদার বলেন, বাড়ির সামনে দিয়ে বরাবর সরকারি মরা খাল চলে গেছে। সবাই খালের ওপার বাড়ি করার পর ভরাট করে চলাচল করছে। আমিও সেভাবে চলাচল করছি। সরকারি ওই খাল নিজেদের দাবি করে আজাহার নলিয়া আমাকে নানাভাবে হয়রানি করছে। ইতিপূর্বে শালিস শেষে থানার ওসি ও ইউপি চেয়ারম্যান বাড়ির সামনের খাল আমাকেই ভোগ করতে বললেও মেনে নিতে পারছেনা। শনিবার সকালে আমার কিছু ইট ভরাটকৃত জায়গায় ফেলানো দেখে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা ঘরে ঢুকে মারধর করে আমার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে নগদ ৭ লক্ষ টাকা এবং ১০ ভরি স্বর্ণ লুট করে। আমার প্রতিবন্ধী ছেলেকে ‍হত্যা করতে গলা চেপে ধরে। স্ত্রী ও আমার মাকেও লাঠি দিয়ে এলোপাথাড়ি মারপিট করে ঘরের সবকিছু তছনছ করে চলে যায়।

অভিযুক্ত আজহার নলিয়ার স্ত্রী খালেদা বেগম বলেন, রাজ্জাকের ভরাটকৃত জায়গা তাদের। সেখানে রাজ্জাক পাকা কাজের জন্য ইট ফেললে আমার ছেলে জাকির নিষেধ করতে যায়। কিন্তু ডাকাডাকিতে কেউ না শোনায় রেগে গিয়ে শুধুমাত্র বাইরের লাইটটা ভাংচুর করে, আর কিছু ভাঙ্গেনি। এমনকি বাড়ির ভিতরেও তাদের কেউ প্রবেশ করেনি। লুটপাটের অভিযোগ মিথ্যা ।

প্রধান অভিযুক্ত আজহার নলিয়া সরকারি খালের জমি নিজের পৈত্রিক সম্পত্তি দাবি করে রাজ্জাকের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, রাজ্জাক সরদারের দেওয়া অভিযোগপত্র খতিয়ে দেখে আইনগত ব্যবস্হা নেয়া হচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ