Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. লাইফস্টাইল
  6. ধর্ম ও জীবন

ইউএনও’র বাসভবনে রাজকীয় আয়োজন, অতিথি এক ঝাঁক সুবিধাবঞ্চিত শিশু

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ মার্চ ২০২৪, ৯:৪৬ অপরাহ্ণ

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দঃ খাবারের টেবিলে প্লেটে প্লেটে সাজানো খেঁজুর, আঙুর, কমলা, আপেল, কলা, তরমুজ, বাঙ্গীসহ বিভিন্ন ফল। গ্লাসে রাখা ফলের জুস ও গুরের শরবত। রয়েছে বিশুদ্ধ পানি’র বোতল। এখানেই শেষ নয়। পাশে রাখা পদ্মা নদীর ছোট মাছ দিয়ে উস্তা ভাজি। লাল শাঁক, ইলিশ মাছ ভাজা, বড় রুই মাছ ভোনা, মুরগীর মাংস এবং চিকন চাউলের ভাত। সাথে রয়েছে মুরগীর মাংস দিয়ে খিচুরী।

খাবারের তালিকায় ছিল আরো নানা পদ। ইফতার ও রাতের খাবারের আয়োজন দেখে আদতে মনে হবে কোন বিশেষ অতিথিদের জন্য এ সবের ব্যবস্হা করা হয়েছে। তবে হ্যাঁ, বিশেষ অতিথিই বটে। কিন্তু এ অতিথি কোন বড় অফিসার, জন প্রতিনিধি বা রাজনীতিবীদ নন। অতিথির তালিকায় ছিল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একঝাঁক পথ শিশু। যাদের অনেকের বাবা নেই, মা নেই। কারো বাবা-মা কেউই নেই। এদের অধিকাংশের জন্ম দৌলতদিয়া যৌনপল্লীতে।এসব শিশু শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় বিশেষ অতিথির আতিথ্য পান গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র-স্নিগ্ধা রায় দম্পতির বাসভবনে।

ইউএনও’র স্ত্রী স্নিগ্ধা রায় জানান, পথশিশুরা আসবে তাই সকালে তিনি নিজেই বাজারে যান। পছন্দমতো সবকিছু কেনাকাটা করেন। একজন মৌলভীর নিকট থেকে পরামর্শ নিয়ে করেন ইফতারীর আয়োজন। আবার এতগুলো বাবা-মা হারা শিশু। কে, কোন খাবার পছন্দ করে তা না জানার কারণে খাবারের তালিকায় সব কিছু পর্যাপ্ত পরিমানে রাখার চেষ্টা করেন। ওদেরকে একটু মাতৃস্নেহ দিতে নিজ হাতেই সবগুলো খাবার তৈরী করেন তিনি।

বিকেল ৪টায় এ সকল শিশুদের নিয়ে যাওয়ার জন্য ওদের আশ্রয়স্হল দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন পায়াক্ট বাংলাদেশ’র সেফ হোমে গাড়ি পাঠান ইউএনও। বাসার গেটে দাঁড়িয়ে শিশুদের বরন করেন জ্যোতি বিকাশ চন্দ্র-স্নিগ্ধা রায় দম্পতি। নিজের হাতে শিশুদের আপ্যায়ন করেন এরা। বিদায় বেলায় উপহার হিসেবে শিশুদের হাতে তুলে দেন একটি করে নতুন গামছা।

স্নিগ্ধা রায় কাঁন্নাজড়িত কণ্ঠে বলেন, এই দিন যেন প্রতিবছর আসে। আমরা যেন ওদের পাশে সব সময় থাকতে পারি। শিক্ষা ও কর্ম জীবনে অনেক আনন্দ উপভোগ করেছি। আজকের আনন্দ আমাদের অঙ্গেঁ অঙ্গেঁ মিশে থাকবে। আমি ও আমার পরিবার যেখানে থাকবো ওদের কখনও ভুলবোনা। ওদের ভালবাসার আনন্দ নিয়ে কর্মজীবনে এগিয়ে যেতে চাই। ওদের সাথে স্বল্প সময় মিশে একেক জনকে আমার তিন বছর বয়সী একমাত্র কন্যা সেঁজুতিকে মনে হয়েছে।

পায়াক্ট বাংলাদেশ এর ম্যানেজার মজিবুর রহমান জুলেয় জানান, “পায়াক্ট বাংলাদেশ” ২০০০ সাল থেকে সুবিধাবঞ্চিত পথ শিশুদের নিয়ে কাজ করে। ২০০৭ সাল থেকে এ প্রতিষ্ঠানের কোন দাতা বা ডোনার নাই। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আবু ইউসুফ চৌধুরী নিজ অর্থায়নে তাদের পরিচালনা করে আসছেন। এই প্রথম উচ্চ পদস্থ কোন সরকারি কর্মকর্তা ওদেরকে এতটা নিবিড় ভালবাসা দিল। এতে ওরা অনেক আনন্দিত ও নিজেকে ভাগ্যবান মনে করছে। ইউএনও স্যার ও ম্যাডামের স্নেহের স্পর্শে ওরা বাবা-মায়ের স্নেহময় স্পর্শ খুজে পেয়েছে। বিদায় বেলায় পথশিশুরা জ্যোতি বিকাশ চন্দ্র-স্নিগ্ধা রায় দম্পতিকে আব্বু, আম্মু বলে জড়িয়ে ধরেন।

কয়েকজন শিশু বলেন, জম্মের পর আজ মনে হলো আমরা বাবা-মায়ের আদরের পরশ পেলাম। এর আগে কখনও এমন হাতের ছোঁয়া, এমন আদর, এমন ভালবাসা কখনও পাইনি।

ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, শিশুদের মধ্যে কোন জাত-পাত নেই, থাকা উচিতও নয়। ওদের জন্মের দায় ওদের নয়। ওদের আদর ভালবাসা সহ সকল ধরনের নাগরিক সুবিধা নিয়ে বেড়ে উঠার অধিকার রয়েছে। খোঁজ নিয়ে জানলাম ওরা তা ঠিকমতো পাচ্ছেনা। তাই ওদের মুখে একটু হাসি ফোটাতে আমাদের এ সামান্য আয়োজন। স্বল্প সময়ের জন্য হলেও ওদের প্রানখোলা হাসি-আনন্দ আমাদের স্বর্গীয় সুখ দান করেছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন