Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ধর্ম ও জীবন

পাটুরিয়ায় ফেরিডুবির ষষ্ঠ দিনে নিখোঁজ ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার

রাজবাড়ী মেইল ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৪, ৭:১৬ পূর্বাহ্ণ

Link Copied!

মইনুল হক, রাজবাড়ীঃ মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরির ইঞ্জিন মাস্টার নিখোঁজ হুমায়ুন কবিরের (৫০) মরদেহ পাওয়া গেছে। সোমবার (২২ জানুয়ারী) বিকেল সাড়ে চারটার দিকে পাটুরিয়া ঘাট থেকে প্রায় ১৩ কিলোমিটার ভাটিতে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মা নদী থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

হুমায়ুন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে। তিনি পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার দ্বিতীয় ইঞ্জিন মাস্টার ছিলেন। গ্রামের বাড়িতে তাঁর স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, সোমবার বিকেল চারটার দিকে দুর্ঘটনাস্থল পাটুরিয়া থেকে প্রায় ১৩ কিলোমিটার ভাটিতে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মা নদীর তীরে এক ব্যক্তির লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা তাঁর লাশ উদ্ধার করেন। লাশ উদ্ধার করে পাটুরিয়ায় নিয়ে আসা হচ্ছে।

এদিকে অপেক্ষায় থাকা মৃত হুমায়ুন কবিরের স্বজনেরা পাটুরিয়ায় দুর্ঘটনাস্থলে অপেক্ষা করতে থাকেন। ছোট ভাই রফিকুল ইসলাম তাঁর বড় ভাই হুমায়ুনের লাশ শনাক্ত করেন।

এর আগে গত মঙ্গলবার (১৬ জানুয়ারী) দিবাগত রাত ১২টার পর রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে ইউটিলিটি (ছোট) ফেরি রজনীগন্ধা। ফেরিটিতে ৯টি পণ্যবাহী যানবাহন  ছিল। রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদূরে পদ্মা নদীতে আটকা পড়ে ফেরিটি। পরের দিন সকাল আটটার দিকে ফেরিটি ডুবে যেতে থাকে। উদ্ধারকারী দলের সদস্যরা ২০ জনকে উদ্ধার করেন। এ ঘটনায় নিখোঁজ ছিলেন হুমায়ুন কবির।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ে ডিজিএম (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, সোমবার বিকালে পাটুরিয়া ফেরিঘাট থেকে প্রায় ১৩ কিলোমিটার ভাটিতে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মা নদী থেকে রজনীগন্ধা ফেরির দ্বিতীয় ইঞ্জিন চালক হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করা হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ