Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ভিন্ন স্বাদের খবর
  6. আলোচিত খবর

একরাতেই ৪ সন্তানের মৃত্যু, শোক সাগরে মা-বাবা

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৪, ৬:৫২ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ একসঙ্গে চার পুত্র সন্তানের জন্ম দিলেন রাজবাড়ী শহরের ভাজনচালা এলাকার রাজন বিশ্বাসসের স্ত্রী বৈশাখী রায় (২৩)। কিন্তু সন্তান জন্ম নেওয়ায় আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারিনি তার পরিবার।

গত শনিবার (১৩ জানুয়ারী) ভোর রাতে ঢাকার শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার নবজাতকের (পুত্র) মৃত্যু হয়। জন্মের মাত্র ১২ঘন্টার ব্যবধানে সেই আনন্দ বিষাদে পরিণত হয়। আনন্দের পরিবর্তে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনদের মাঝে বইছে শোকের মাতম।

জানা গেছে, গত ১২ জানুয়ারী দুপুরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম গ্রহণ করে চার নবজাতক। পরে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসাপাতালে প্রেরণ করেন। পরে ঢাকার শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। গত শনিবার দুপুরে শহরের অম্বিকাপুর শ্মশানে মৃত চার নবজাতককে একসঙ্গে সমাহিত করা হয়।

সুমন কুমার বিশ্বাস জানায়, চার নবজাতকের মা বৈশাখী রায় আমার ছোট ভাই রাজন বিশ্বাসের(৩০) স্ত্রী। সে রাজবাড়ী শহরের ভাজনচালা এলাকার ভোলানাথ বিশ্বাসের পুত্রবধু। রাজন বিশ্বাস পেশায় একজন মুদি ব্যবসায়ী।

নবজাতকদের বাবা রাজন বিশ্বাস বলেন, ২০১৯ সালে পারিবারিকভাবে বৈশাখীকে বিয়ে করে। গত ১২ জানুয়ারী দুপুরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম পুত্র সন্তানের জন্ম দেয় বৈশাখী। এরপর সন্ধ্যা পর্যন্ত আরও তিন পুত্র সন্তানের জন্ম দেন সে। এবার প্রথমবারের মতো বাবা-মা হয়েছিলেন তারা। বিধাতা তাদের ৪টি পুত্র সন্তান দিয়েও একদিনের ব্যবধানে সব কেড়ে নিয়ে গেল। এ কষ্টের কোনো শেষ নেই। এভাবেই বলছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চার পুত্র সন্তানের জন্ম দেন বৈশাখী বিশ্বাস। নবজাতকদের উন্নত চিকিৎসার জন্য রাত ৯টার দিকে চার নবজাতকে ঢাকার শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজনকে ভর্তি করা হয়। পরবর্তীতে অন্যত্র নেওয়া হয় তিন নবজাতককে। রাত ২টার দিকে একজন মারা যায়, ভোর পর্যন্ত চারজনই মারা যায়। রাজন বিশ্বাসের স্ত্রী বৈশাখী রায় বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, শিশুদের জন্মের পর মা বেশ রুগ্ন ছিলেন। গর্ভে চারটি শিশু ধারণ করার মত শক্তি তার ছিল না। গর্ভ ধারণের ২৮ সপ্তাহে বাচ্চাগুলো জন্ম নিয়েছিল। প্রতিটি বাচ্চার ওজন ছিল ৮০০ থেকে ৯০০ গ্রাম।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন