Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. রাজনীতি
  6. অপরাধ
  7. আলোচিত খবর

রাজবাড়ী জেলা কৃষকলীগ নেতার ছেলে জসিম ৩০০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১৫ নভেম্বর ২০২৩, ১০:০৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা কৃষকলীগের কার্যকরী সদস্য ও সদর উপজেলা কৃষকলীগের সাবেক আহবায়ক, পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গাজী বিল্লাল হোসেনের ছেলে সাবেক ইউপি সদস্য ওমর ফারুক জসিমকে(৪০) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। দীর্ঘদিন পর্যবেক্ষনের পর তাকে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে পাঁচুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ব্রাম্মনদিয়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এসময় তার বাড়ির নিজ বসত ঘরের কক্ষ থেকে তল্লাশী করে লাল রংয়ের শপিং ব্যাগের মধ্য থাকা একটি স্বচ্ছ জিপারযুক্ত পলি ব্যাগ থেকে (মিথাইল এমফিটামিন) যুক্ত ইয়াবা নামে পরিচিত ৩০ গ্রাম ওজনের ৩০০ পিছ ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য ধরা হয়েছে ৯০ হাজার টাকা। এসময় ওই ব্যাগের মধ্য থেকে ইয়াবা বিক্রির  ৪০ হাজার ২০০ টাকা আলামত হিসেবে জব্দ করা হয়।

ওমর ফারুক জসিম রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া, খানখানাপুর, বরাটসহ বেশ কিছু এলাকায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত। মূলত কৃষকলীগ নেতা গাজী বিল্লাল হোসেন তিনি তার এলাকায় আওয়ামীলীগের প্রভাব থাকায় তার ছেলে সহজে মাদক ব্যাবসা চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়।

ইয়াবা ব্যাবসায়ী ওমর ফারুক গাজীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ এর (১) এর সারনীর ১০ এর (ক) ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়।

তবে ব্রাম্মনদিয়া এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, জসিম গত কয়েক বছর ধরে এলাকায় মাদক ব্যবসায় ও মাদক গ্রহন করে আসছে। তার জন্য এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে চলে যাচ্ছে। অনেক বলেও কোন কাজ হয়নি। সে প্রশাসনকে কোন তোয়াক্কা না করে ইয়াবা ব্যবসায় চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে।

কৃষকলীগ নেতা ও ইয়াবা ব্যবসায়ী ওমর ফারুকের বাবা গাজী বিল্লাল হোসেন বলেন, আমার বাড়ির আমার ছেলের ঘর থেকে ৩০০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার হয় তাকে। তবে কতদিন ধরে আপনার ছেলে ইয়াবার ব্যবসা করে জানতে চাইলে তিনি তার কোন জবাব দেননি।

রাজবাড়ী মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তানভির হোসেন খান বলেন, বেশ কয়েক মাস আগে থেকে মাদক ব্যাবসায়ী ওমর ফারুক জসিমকে ধরতে আমরা কাজ করছি। তাকে ধরার জন্য আমাদের সোর্স কাজ করেছে। সে অত্র এলাকায় ইয়াবা ব্যাবসায়ী হিসেবে পরিচিত। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার গ্রামের বাড়ি ব্রাম্মনদিয়া থেকে রাত সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে গ্রেপ্তার করা হয়। তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন