Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

ভাঙন ঝুঁকিতে দৌলতদিয়ার দুই ফেরি ঘাট, আতঙ্কে অর্ধশত পরিবার

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ আগস্ট ২০২৩, ৫:৪৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ কয়েকদিন ধরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে দ্রুত পানি বাড়ছে। নদীতে স্রোতের পাশাপাশি ভাঙনও দেখা দিয়েছে। রোববার সন্ধ্যায় দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাট এলাকার প্রায় ৪০ মিটার অংশ নদীতে বিলীন হয়। জরুরি ভিত্তিতে সেখানে বালুভর্তি জিওব্যাগ ফেলা হলেও বুধবার দুপুরে স্রোতের তোড়ে তলিয়ে যেতে শুরু করে। ঝুঁকিতে আছে এ অঞ্চলের প্রায় অর্ধশত পরিবার।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয় জানায়, পদ্মা নদীতে দ্রুত পানি বাড়ছে। স্রোতের ঘুর্ণিপাকে রোববার (১৩ আগষ্ট) সন্ধ্যার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাট এলাকার প্রায় ৪০ মিটার অংশ নদীতে বিলীন হয়ে যায়। জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে পরদিন সোমবার সকাল থেকে বালুভর্তি জিওব্যাগ ফেলা হয়। গত দুই দিনে ওই এলাকায় প্রায় ১ হাজার বস্তা জিওব্যাগ ফেলা হয়।

নদী পাড়ের বাসিন্দা সরোয়ার মোল্লা বলেন, গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে প্রায় ২০ ফুট লম্বা এবং ১৫ ফুট চওড়া হয়ে কয়েক মাস আগের ফেলানো জিওব্যাগ ধ্বসে তলিয়ে যায়। হঠাৎ ভাঙন দেখা দেয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। পরদিন থেকে বিআইডব্লিউটিএ জিওব্যাগ ফেলতে শুরু করে। বুধবার দুপুর ২টার দিকে নতুন করে নদীর পাড়ের অনেক জায়গা ফাটল দেখা দিয়ে নিচ থেকে জিওব্যাগসহ তলিয়ে যায়। দ্রুত ঠেকানো সম্ভব না হলে পাড়ে থাকা বাড়ি-ঘর বিলীন হয়ে যাবে। পদ্মা পাড়ে বাসকৃত ৪২টি পরিবার ভাঙন ঝুঁকিতে রয়েছে।

বালুর বস্তা ফেলা নিয়ে স্থানীয় অনেকে শুভঙ্করের ফাঁকির অভিযোগ করেন। স্থানীয়দের ধারণা, স্বল্প সংখ্যক বালুর বস্তা ফেলার পর কর্তৃপক্ষ নিজেদের পছন্দ মতো সংখ্যা বসিয়ে বিল তুলে নিচ্ছেন। কারণ, এসব বস্তা ফেলার সময় গননা করতে উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তরের কাউকে কাউকে দায়িত্ব পালন করতে দেখা যায় না।

বিআইডব্লিউটিএ দৌলতদিয়ার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ৬নম্বর ফেরি ঘাট এলাকার প্রায় ৪০ মিটার অংশ বিলীন হয়েছে। আরো ৪০ মিটার অংশ চূড়ান্তভাবে ভাঙনের ঝুঁকিতে আছে। যে কোন মুহুর্তে বিলীন হতে পারে। এ পরিস্থিতিতে সোমবার ও মঙ্গলবার দুই দিনে ওই এলাকায় ১ হাজার বস্তা জিওব্যাগ ফেলা হয়েছে।

আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, যেখানে ভাঙন দেখা দিচ্ছে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেড় মাস আগেও ৬ নম্বর ঘাট এলাকায় ভাঙন দেখা দিলে বালুর বস্তা ফেলা হয়। পদ্মা নদীর পানি দ্রুত বাড়ায় ঘূর্ণিপাকে ৬ নম্বর থেকে ৭ নম্বর ফেরি ঘাটের মাঝের ২০০ ফুট এলাকা ভাঙন ঝুঁকি রয়েছে। সাথে দুই ফেরিঘাটও ভাঙন ঝুঁকিতে আছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরিভাবে বিভাগীয় মেরামত কাজ চলবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ