Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. স্বাস্থ্য

রাজবাড়ীতে ডেঙ্গু ও সাধারন রোগীর চাপে একই স্থানে দেয়া হচ্ছে সব রোগীর চিকিৎসা

রাজবাড়ী মেইল ডেস্ক
৬ আগস্ট ২০২৩, ১০:০০ পূর্বাহ্ণ

Link Copied!

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। সাথে সাধারন রোগীর চাপও দেখা গেছে অনেক বেশি। এতে ডেঙ্গু ও সাধারন রোগীদের একই স্থানে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। বর্তমানে বেড ছাড়িয়ে রোগীর চাপ বেশি থাকায় হাসপাতালের বারান্দা ও মেঝে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। তবে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চেকিৎসায় পর্যাপ্ত স্যালাইন না থাকায় বাইরে থেকে কিনে আনতে হচ্ছে তাদের।

একশ সয্যা বিশিস্ট রাজবাড়ী সদর হাসপাতালটিতে বর্তমানে ডেঙ্গু সহ ২৮০ জন রোগী ভর্তি রয়েছে। সাথে প্রতিদিন আউটডোরে শত শত রোগী চিতিৎসা সেবা নিচ্ছে। হাসপাতালটিতে রোগীর চাপে বেড ছাড়িয়ে মানুষের হাটা চলার স্থান, বারান্দা ও মেঝে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। এদিকে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত স্যালাইন আমদানি না থাকায় বাইরের ঔষধের দোকান থেকে স্যালাইন সহ বিভিন্ন ধরনের ঔষধ কিনতে হচ্ছে।

বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে ১৭ জন ডেঙ্গ রোগী ভর্তি রয়েছে। অন্য আরো ৫টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র মিলিয়ে ৪২ জন রোগী ভর্তি রয়েছে। জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৬২৩ জন। তবে অধিকাংশ ডেঙ্গু আক্রান্ত রোগীকে হাসপাতালে মশারী ব্যাহার করতে দেখা যায়নি এবং একই কক্ষে ডেঙ্গু সহ সব ধরনে রোগী চিকিৎসা সেবা দেওয়ার কারনে সাধারন রোগীদের মধ্যে আতঙ্ক রয়েছে।

হাসপাতালে আসা রোগী আরজু জানান, তার ছেলে সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়ার পর স্বাভাবিক চিকিৎসা সেবা দেওয়া হলেও পর্যাপ্ত স্যালাইন সরবারাহ না থাকায় তাদের বিভিন্ন ঔষধের দোকান থেকে কিনে আনতে হচ্ছে। এদিকে রোগীর চাপের কারনে এবং বেড সংকটে হাসপাতালের মেঝে ও বারান্দায় থাকতে হচ্ছে অনেক রোগীদের।

হাসপাতালে আসা আরেক রোগী রুবেল বলেন, হাসপাতালে পর্যাপ্ত ঔষধ না থাকায় তাদেও স্যালাইন সহ বিভিন্ন ধরনের ঔষধও কিনে আনতে হচ্ছে।

তাছাড়া বারান্দায় চিকিৎসা নেওয়া রোগী আরজু ও মুন্নু মন্ডল বলেন, হাসপাতালের বিভিন্ন স্থানে রয়েছে অপরিচ্ছন্নতা ও দুর্গর্›েধর কারনে এবং মানুষের হাটা চলার স্থানে চিকিৎসা দেওয়ায় অনেক কষ্ঠে আছেন। এতে এখানে চিকিৎসা সেবা নেওয়া কঠিন হয়ে পরেছে।

রাজবাড়ী সদর হাসপাতলের সিনিয়র স্টাফ নার্স কোহিনুর আক্তার বলেন, সাধারনত রোগীদের বাড়িতে অবস্থা বেশি খারাপ হলে তারা হাসপাতালে আসে। এ কারনে তাদের শারীরিক অবস্থা বেশি সংকটাপন্ন হয়। তবে ডেঙ্গু হলে ভেঙ্গে পরার কিছু নেই। রোগীকে সবসময় মনোবল বাড়াতে হবে। সঠিক সময়ে তরল জাতীয় খাবার সহ সব ধরনের খাবার খেতে হবে। তাহলে অতিদ্রুত সুস্থ্য হবে ডেঙ্গু আক্রান্তরা।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ আব্দুল হান্নান বলেন, রাজবাড়ী সদর হাসপাতালে রোগীর চাপে বেড সংকুলান না হওয়ায় মেঝে ও বারান্দায় থাকতে হচ্ছে। একশ সয্যার এ হাসপাতালে বর্তমানে ডেঙ্গু সহ ২৮০ জন রোগী ভর্তি রয়েছে। পুরুষ মহিলা ও শিশু এই ওয়ার্ডগুলোতে এক সাথে সবাইকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। স্যালাইন সহ অন্যান্য ঔষধ নিয়মিত আসলে সমস্যা কেটে যাবে বলেন তিনি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ