Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

গোয়ালন্দে সংবাদ সম্মেলনে অভিযোগ খন্ডালেন পৌরসভার মেয়র

রাজবাড়ী মেইল ডেস্ক
১০ জুলাই ২০২৩, ৬:৫২ পূর্বাহ্ণ

Link Copied!

আবুল হোসেন ও শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি  কিছু গণমাধ্যমে নানা অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। রোববার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে পৌরসভার মেয়র প্রয়োজনীয় তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরে অভিযোগ খন্ডান। তিনি প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন বলে দাবী করেন। সেই সাথে তিনি জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগতভাবে পদক্ষেপ গ্রহণের কথা জানান।

রোববার (৯ জুলাই) দুপুর ১২টায় গোয়ালন্দ পৌরসভা মিলনায়তনে পৌরসভার আয়োজনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. রুহুল আমিন, নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলম খান, প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলামসহ পৌর পরিষদের নেতৃবৃন্দ।

চার পৃষ্ঠার লিখিত বক্তব্য তুলে ধরে মেয়র নজরুল ইসলাম বলেন, ৭ ও ৮ জুলাই দুটি জাতীয় দৈনিক পত্রিকাসহ একাধিক অনলাইন পোর্টালে তাঁকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ করা হয়েছে, যার অভিযোগের কোন সত্যতা নেই। তিনি প্রতিটি অভিযোগের বিপরিতে সমস্ত কাগজপত্র, তথ্য, প্রমানাদি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

তিনি বলেন, ছাত্র জীবনে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলাম। ছাত্রলীগের রাজনীতির পর কাউন্সিলরদের ভোটে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে পৌর আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হই। ২০২১ সালে শেখ হাসিনার নৌকা নিয়ে বিপুল ভোটে পৌরসভার মেয়র নির্বাচিত হই। অক্লান্ত পরিশ্রম করে আড়াই বছরে অবহেলিত পৌরসভাকে মডেলে রুপান্তরিত করেছি।

সম্প্রতি পৌরসভার ৩নম্বর ওয়ার্ড যুবলীগকর্মী শহিদ শেখ জেলা প্রশাসকসহ দুদুক কার্যালয়ে গোয়ালন্দ বাজার প্রধান সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ না করেই বিল উত্তোলন, কাঁচা বাজারের ১০ লাখ টাকার দরপত্র ওঠলেও ৩লাখ টাকা কমানো, বিভিন্ন প্রতিষ্ঠানে সোলারষ্টীক লাইট স্থাপন করে অতিরিক্ত টাকা উত্তোলন, বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীর অনুষ্ঠানে মাত্র ৫ কেজি জিলাপি দিয়ে ৬৫ হাজার টাকা বিল উত্তোলনের অভিযোগ করেন।

পৌর জামতলায় দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলামের ক্রয়কৃত সাড়ে ৮ শতাংশ জমি জোরপূর্বক দখল করে শহিদ শেখ ঘর তুলেন। হাফিজুল ইসলাম পৌরসভায় লিখিত অভিযোগ করলে পৌরবিধি অনুযায়ী নোটিশ দিয়ে কাজ বন্ধ রাখতে বলেন। নোটিশ অমান্য করে কাজ করলে পুনরায় অভিযোগ পেয়ে স্থানীয় কাউন্সিলরসহ আ.লীগ নেতৃবৃন্দকে সাথে করে কাজ বন্ধ করেন। এরপর থেকে সে আমার বিরুদ্ধে সংক্ষুদ্ধ হয়ে একের পর এক অভিযোগ করতে থাকেন।

মেয়র বলেন, গোয়ালন্দ বাজার প্রধান সড়কের কার্পেটিং কাজ শেষ হলেও অর্থ সঙ্কটে ঠিকাদারকে একটি টাকাও দেওয়া হয়নি কাঁচা বাজারের টেন্ডার ১০ লাখ টাকা উঠলে ওই ব্যক্তি হাট পান। কবরস্থান ও শশ্মানে প্রকল্পের নিয়োজিত লোকজনের তদারকিতে সোলার লাইট স্থাপন করে তারাই বিল প্রদান করেছেন।

দীর্ঘদিনের জড়াজীর্ণ পৌরসভার মেয়রের কক্ষ, অন্যান্য কর্মকর্তাদের কক্ষ, সভাকক্ষসহ মিলনায়তন ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে আধুনিক ডেকোরেশনের কাজ করা হয়েছে। এখানে যে টাকা খরচ হয়েছে তার থেকে আরো কম টাকা উত্তোলন হয়েছে। ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীতে কুরআনখানি, দোয়া মাহফিল শেষে সকলের মাঝে খিচুরি বিরতন করা হয়। ২৩ হাজার টাকা ব্যায় হলেও মাত্র ৫ কেজি জিলাপি দিয়ে ৬৫ হাজার টাকা উত্তোলনের কথা বলা হয়েছে।

এছাড়া থ্রিষ্টার প্রতিবন্ধী সংস্থার সদস্যদের সাড়ে ৪লাখ টাকা আত্মসাৎ, যৌন হয়রানির অভিযোগে গত বছর শহিদের বিচারের দাবীতে ক্ষুদ্ধ সদস্যরা ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ ও মানববন্ধন করে। উপজেলা প্রশাসন, গোয়ালন্দঘাট থানা এবং পৌরসভায় অভিযোগ করে। এরপর থেকে একটি মহলের সহযোগিতায় শহিদ শেখ দুদকসহ বিভিন্ন স্থানে অভিযোগ দিচ্ছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে মেয়র জানান।

অভিযোগের বিষয়ে শহিদ শেখ দাবী করেন, প্রতিটি অভিযোগের প্রমানাদি তার কাছে আছে। তবে তা তিনি দেখাতে পারেননি। তিনি বলেন, সময় হলে জায়গামতো দিব। প্রতিবন্ধীদের টাকা আত্মসাৎ প্রসঙ্গে আদালত থেকে তার পক্ষে রায় দিয়েছে বলেও দাবী করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন