Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. কৃষি ও অর্থনীতি
  7. আলোচিত খবর

আ.লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ মে ২০২৩, ৯:৫৯ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুর্গম অঞ্চলে জেগে ওঠা সরকারি জমি জাল দলিলের মাধ্যমে দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। তাদের সাথে উপজেলা আ.লীগের একাধিক নেতার নাম অভিযোগে উঠে এসেছে।

রোববার (১৪ মে) ভুক্তভোগী শতাধিক ভূমিহীন কৃষক গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও গোয়ালন্দ ঘাট থানার ওসি’র কাছে লিখিত অভিযোগ করেন। এ সময় তাঁদের সঙ্গে উপজেলা কৃষক লীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শামীম মৃধা, উজানচর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

 সোমবার (১৫ মে) গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপিত হলে জেগে ওঠা জমির দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হয়।

উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, চর মজলিশপুর ও পাইকরদিয়া মৌজায় জেগে ওঠা জমিতে একপক্ষ ভুট্রা লাগাচ্ছে আরেক পক্ষ তুলে নিয়ে আসছে। জমির দখল নিয়ে দুটি পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। যে কোন মুহুর্তে বড় ধরনের সংঘাত এমনকি হত্যাকান্ডও হতে পারে। ইউএনও এবং ওসিকে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

১৭২ জন স্বাক্ষরিত ভূমিহীনদের অভিযোগপত্রে কৃষক আক্কাস মাঝি, আব্দুর রাজ্জাক খান, লিটন শেখ ও নজরুল খাঁসহ কয়েকজন বলেন, চর মজলিশপুর ও পাইকরদিয়া মৌজার অধিকাংশ জমি ১০-১২ বছর আগে জেগে উঠে। এরমধ্যে প্রায় ৩০০ একর জমির বিশাল চর রয়েছে। এই চরের বনজঙ্গল পরিষ্কার করে অনাবাদি জমি চাষ যোগ্য করে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করতেন স্থানীয় অন্তত দুই শতাধিক ভূমিহীন পরিবার।

অভিযোগে বলা হয়, উপজেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুর রাজ্জাক মোল্লা  বিভিন্ন জাল দলিল তৈরী করে প্রভাবশালী ব্যক্তিদের কাছে বিক্রি করছেন। জমির জাল দলিল তৈরী করে মানুষকে হয়রানিও করছেন বলে অভিযোগে বলা হয়।

রাজ্জাক মোল্লা ছাড়াও গোয়ালন্দ উপজেলা আ.লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, উপজেলার চরকর্ণেশনা ফকিরাবাদ এলাকার সিদ্দিক মাতুব্বর, ফরিদপুর মমিনখার হাট কছিমদ্দিন বেপারি ডাঙ্গীর কাদের মোল্লা, ইসমাইল মুন্সীর ডাঙ্গীর হায়দার মোল্লা, নর্থ চ্যানেল গোলজার মন্ডলের ডাঙ্গী এলাকার আবুল হোসেন ও মো. হালিমের নাম রয়েছে।

উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, গত শনিবার সন্ধ্যায় কয়েকশ লোক দলীয় কার্যালয়ে এ বিষয়ে অভিযোগ করেন। দলের ২-১জন নেতার নাম জড়িত থাকার কথা উঠেছে।পাকিস্তান আমলের কিছু কাগজ তৈরী করে ফরিদপুর অঞ্চলের অনেকে ৫০-৬০বিঘা করে জমি দখল করে আছে।যাতে কোন সহিংসতা না হয় প্রশাসনকে দেখতে অনুরোধ জানান।

অভিযোগ প্রসঙ্গে আ.লীগ নেতা আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, “আমরা কারো জমি দখল করিনি। ওই চরে আমার বাপ-দাদার প্রায় ২০বিঘা জমি পড়ে আছে, গত দুই-তিন বছরে যাইনি। মানহানি করায় আমরা তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছি।

অভিযোগে বলেন, কিছু আ.লীগ নেতার ইন্দনে অভিযোগকারী উজানচর ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম, জিন্দারসহ অনেকে রয়েছেন। বরং তারা গত কয়েকদিনে ট্রলার ও ঘোড়ার গাড়ি বোঝাই করে প্রায় ২ হাজার মন ভুট্টা জোড়পূর্বক এনেছে। এর আগে কৃষক সিদ্দিক এর কাছে ২ লাখ টাকা চাঁদাও দাবি করেছিল। তারাই দখল লুটপাট করে আমাদের দোষ দিচ্ছে।

রাজ্জাকের অভিযোগের প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় যুবলীগ নেতা জাহিদুল ইসলাম সঙ্গে থাকা ফরিদপুরের মাধবদিয়ার বাসিন্দা ভুক্তভোগী শফিকুল ইসলামকে দেখিয়ে বলেন, তার কাছ থেকে ৮লাখ টাকা নিয়ে ভুয়া কাগজ দিয়েছেন আব্দুর রাজ্জাক। আজো তাকে জমি বুঝিয়ে দিতে পারেনি। সরকারি খাঁস জমি মোটা অঙ্কের টাকা নিয়ে তিনি একেকজনকে ৩০-৪০একর করে লিখে দিচ্ছেন।

তিনি বলেন, আমরা ভুট্টা লুট করে থাকলে তাকে বের করে দিতে বলেন। স্থানীয়দের নিয়ে কিছু জমিতে ভুট্টার আবাদ করেছিলাম, সেই ভুট্টাই এনেছি। আব্দুর রাজ্জাক নিজের অপরাধ ঢাকতে আমাদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলছেন। আমরা অসহায় ভূমিহীন কৃষকদের পাশে ছিরাম, আছি।

ইউএনও মো. জাকির হোসেন বলেন, যে যেখানে আছেন, সেখানেই থাকেন। কাউকে উচ্ছেদের চেষ্টটা করলে ফল ভালো হবেনা। আমরা খুব শীঘ্রই চর এলাকা পরিদর্শন করবো। অভিযোগ ক্ষতিয়ে দেখে অভিযুক্তদের কি কাগজ আছে তা যাচাই বাছাই করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবো

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন