Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

পাগল বলে কটাক্ষ করায় গোয়ালন্দে তরুণকে কুপিয়ে জখম

রাজবাড়ী মেইল ডেস্ক
১১ এপ্রিল ২০২৩, ৯:৪৩ অপরাহ্ণ

Link Copied!

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে পাগল বলে কটাক্ষ করাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় উপজেলার উজানচর ইউপির মৈজদ্দিন মন্ডল পাড়া জামে মসজদের সামনে মোঃ শাহাদাত শেখ (২২) নামের এক তরুণকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। তাকে রাতেই উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শাহাদাত শেখ উপজেলার উজানচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিন উজানচর মৈজদ্দদিন মন্ডল পাড়ার আহম্মদ শেখের ছেলে।

এ ঘটনায় আহতের মামা স্কুল শিক্ষক মো. জাফর ইকবাল বাদী হয়ে সোমবার রাতেই প্রতিবেশী ফজলুল হক ওরফে ফজল মোল্লার ছেলে মোঃ রায়হান মোল্লার (২০) নাম উল্লেখ ও আরো ২-৩ জনকে অজ্ঞাত আসামী করে গোয়ালন্দ ঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আহতের চাচাতো ভাই আক্তারুজ্জামান রনি জানান, মোঃ শাহাদাত শেখ গত রোববার সন্ধ্যার আগে স্থানীয় কাওসারের দোকানে যান। এ সময় অভিযুক্ত রায়হান মোল্লা দোকানের উপর গিয়ে তাকে তোতলা ও পাগল বলে কটাক্ষ করতে থাকে। কেন তোতলা ও পাগল বলা হলো এ নিয়ে প্রশ্ন করার এক পর্যায়ে  পাগল বললে কি হবে আর তোকে মারলেই বা কি হবে রায়হানের এমন কথায় ক্ষিপ্ত হয়ে শাহাদত সেখান থেকে বাড়ি চলে যায়। প্রতিদিনের মতো সোমবার ইফতারি করে মাগরিবের নামাজ পরে বাড়ি যাবার পথে স্থানীয় মৈজদ্দিন মন্ডল পাড়া জামে মসজিদ থেকে বের হয়ে ব্রিজের উপর দাঁড়ায় শাহাদাত। সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা রায়হান মোল্লা হঠাৎ শাহাদতের ওপর চড়াও হয়ে ইচ্ছে মত কিল ঘুষি আর লাথি মারতে থাকেন।এক পর্যায়ে রায়হানের কাছে থাকা গিয়ার চাকু বের করে কোপ মারতে থাকে।

এ সময় শাহাদতের কপালে, চোখের নিচে ও পিঠে গুরুতর জখম হয়। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে রাতেই গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা প্রদান করে ভর্তি করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, এ ঘটনায় আহত শাহাদাত শেখ এর মামা জাফর ইকবাল বাদী হয়ে রায়হান মোল্লার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২-৩ জনকে অভিযুক্ত করে গোয়ালন্দ ঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর সোমবার রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছিল। পলাতক থাকায় আটক করতে পারেনি। এ বিষয়ে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ