Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

ইয়াবা দিয়ে গোয়ালন্দের অসহায় নারীকে ফাঁসানোর চেষ্টা, ভিডিও ফুটেজে রক্ষা

রাজবাড়ী মেইল ডেস্ক
২ এপ্রিল ২০২৩, ৬:১১ অপরাহ্ণ

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মাদক সেবী ও পুলিশের কথিত সোর্সদের চক্রান্তে ফেঁসে যাচ্ছিলেন এক চা বিক্রেতা নারী (৩৫)। পাশের এক দোকানে স্হাপিত সিসিটিভিতে ধারন করা ভিডিও ফুটেজে তার কোন সংশ্লিষ্টতা না থাকায় পুলিশ তাকে সসম্মানে ছেড়ে ছিয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার দৌলতদিয়া বাজারে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্হানীয়রা জানান, দৌলতদিয়া বাজারের নুরু চেয়ারম্যান গলির সড়কের পাশে দীর্ঘ ১৫-১৬ বছর ধরে চা বিক্রি করেন ওই নারী। দীর্ঘদিন স্বামীর সাথে সম্পর্ক না থাকলেও সংগ্রামী ওই নারীর এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে। চা বিক্রির আয় দিয়ে তিনি ভাড়া বাসায় থেকে দুই মেয়েকে লেখাপড়া করান। ইতিমধ্যে বড় মেয়েকে বিয়েও দিয়েছেন। শনিবার বেলা ১১টার টার দিকে তার দোকানে চা খেতে আসে রাজবাড়ী সদর উপজেলার আব্দুর রব (৪০), জুয়েল শিকদার (৩০) সাথে অজ্ঞাত আরো একজন। তারা এ এলাকায় নিয়মিত আসা-যাওয়া করেন। স্হানীয়রা তাদেরকে হেরোইনচি (হেরোইনসেবী) এবং পুলিশের কথিত সোর্স বলে চেনেন।

এ সময় চা বিক্রেতা ওই নারী পাশ্ববর্তী আলমগীর হোসেনের দোকানে চা-বিস্কুট দিতে গেলে চক্রান্তকারীরা কৌশলে তার দোকানের একটি কৌটায় ৪০-৪২ পিস ইয়াবাবড়ি রেখে দিয়ে নিজেরাই থানা পুলিশে খবর দেয়। কয়েক মিনিট পর সেখানে পুলিশ উপস্থিত হলে তারাই ইয়াবাগুলো দেখিয়ে দিয়ে পুলিশে ধরিয়ে দেয়। এদিকে এ ঘটনাটি দুপুরের দিকে জানাজানি হলে বাজার এলাকায় তোলপাড় শুরু হয়। বাজারের সাধারন ব্যাবসায়ী থেকে স্হানীয় বাসিন্দারা চা বিক্রেতা নারীর সপক্ষে কথা বলেন। এসময় স্থানীয়রা পাশের দোকানে থাকা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখার দাবী করেন।

স্হানীয় বাসিন্দা, রাজবাড়ী জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, ওই মহিলা অত্যন্ত সৎ ও ভদ্র। এলাকায় তার বিরুদ্ধে কোন ধরনের খারাপ রেকর্ড নেই। আমাদের জানা মতে, মাদক ব্যাবসার মতো জঘন্য অপরাধের সাথে তিনি কোনভাবেই জড়িত নন। তাকে কেউ ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করে। ভিডিও ফুটেজে তার স্পষ্ট প্রমান পাওয়া গেছে।

শনিবার সন্ধ্যার দিকে থানা থেকে ছাড়া পাওয়ার পর ওই নারী বলেন, ওই যুবকরা এলাকায় হেরোইনচি হিসেবে পরিচিত। তারা নিয়মিতই তার দোকানে চা খায়। কিন্তু তারা কেন আমাকে ফাঁসানোর চেষ্টা করলো তাও বুঝতে পারছি না। তিনি কোনদিনই কোনভাবে মাদকের সাথে জড়িত নন বলে কান্নায় ভেঙে পড়েন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ভিডিও ফুটেজ যাচাই, এলাকার লোকজনের সুপারিশ এবং উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেই ওই মহিলাকে সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশে খবর দেয়া লোকগুলো পালিয়ে গেছে। তবে ভিডিও ফুটেজে একজনকে দোকানীর টেবিলের নিচে একটি কাগজের পুটলা ফেলতে দেখা গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, তার বাড়ি মানিকগঞ্জে। তাকে ধরতে পুলিশ কাজ করছে। ঘটনার পেছনে আরো কেউ জড়িত থাকলে তাদেরও খোঁজা হচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন