Rajbarimail.com
ঢাকা, রবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. শিক্ষা

গোয়ালন্দে ইংরেজি শিক্ষকদের ভাষা শিক্ষা প্রশিক্ষণ ও সনদপত্র প্রদান

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ৭:০৮ অপরাহ্ণ

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে মাধ্যমিক স্কুল পর্যায়ের ৪০ জন ইংরেজি শিক্ষককে ইংরেজি ভাষা শিক্ষার উপর বিশেষ প্রশিক্ষণ ও সনদপত্র প্রদান করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অংশ হিসেবে শিক্ষকদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠান জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এ প্রশিক্ষণের আয়োজন করে।

গত ৫ ফেব্রুয়ারী শুরু হওয়া এ  প্রশিক্ষণ শেষ হয় বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে। রাজবাড়ী জেলার ৫টি উপজেলার পৃথক ৫টি কেন্দ্রে ৪০ জন করে মোট ২০০ জন শিক্ষক এ প্রশিক্ষণ গ্রহন করেন। নায়েমের অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ এ প্রশিক্ষণ প্রদান করেন।

গোয়ালন্দ প্রপার হাইস্কুল কেন্দ্রে আয়োজিত এই প্রশিক্ষণের প্রশিক্ষক ও সমন্বয়কের দায়িত্বে ছিলেন নায়েমের টিচার্স ট্রেইনার মো. মিজানুর রহমান। অন্যান্য প্রশিক্ষকগন ছিলেন সৈয়দ মো. আব্দুল হান্নান, মুহাম্মদ কামরুল আহসান ও মোহাম্মদ নূরে আলম শাহীন। প্রপার হাইস্কুল কেন্দ্রের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েমের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ আহসান হাবীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হোসেন, গোয়ালন্দ প্রপার হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান ও নায়েমের হিসাব রক্ষণ কর্মকর্তা কাজী হুমায়ুন কবির।

প্রশিক্ষণ গ্রহনকারী শিক্ষক লুৎফর রহমান, দেওয়ান আব্দুল মতিন, ইউসুফ আলী মন্ডল, মেহেদী আবু হাসান, মো. ফেরদৌস আলী, কৃষ্ণ কান্ত মন্ডল, শামীম শেখ, লিয়াকত হোসেন, আয়েশা সিদ্দিকা, চায়না রানী, সৈয়দা সুফিয়া বেগমসহ অনেকেই বলেন, তারা এতদিন শিক্ষার্থীদের গ্রামার নির্ভর ইংরেজি শিক্ষা দিতেন। এ শিক্ষা তাদের ভবিষ্যৎ বাস্তব জীবনে খুব বেশি কাজে লাগত না। এই প্রশিক্ষণ পেয়ে তারা নিজেরা অনেক সমৃদ্ধ হয়েছেন। আশা করছি এখন থেকে তারা শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিক্ষাদানের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে পারবেন।

অনুষ্ঠানের সভাপতি নায়েমের উপ-পরিচালক আহসান হাবীব বলেন, ইংরেজি আন্তর্জাতিক ভাষা। দেশ-বিদেশের সর্বত্রই এর ব্যবহার রয়েছে। শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে ইংরেজি ভাষা শিক্ষা গ্রহনের কোন বিকল্প নেই। এ জন্য তাদেরকে ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তুলতে আগে শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটা ছিল নায়েমের ২২ তম প্রশিক্ষণ। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের দোরগোড়ায় পৌছে দিতে দেশজুড়ে নায়েমের এ কার্যক্রম চলমান থাকবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ