Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. স্বাস্থ্য
  8. আলোচিত খবর

গোয়ালন্দে চিকিৎসকের মাথায় ‘অস্ত্র’ ঠেকানো অভিযুক্তদের ১৫ ঘন্টায় গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১০ জানুয়ারি ২০২৩, ১০:২৯ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের মাথায় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার ১৫ ঘন্টার মধ্যে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া মুঠোফোন ও ২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে ব্যবহৃত অস্ত্র হিসেবে ‘খেলনা’ পিস্তল জব্দ করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড হাউলি কেউটিল গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল গণির ছেলে মো. রনি (২৩), পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের আব্দুস সালামের ছেলে ইমরান হোসেন (২৭) ও ওই ওয়ার্ডের নছর উদ্দিন সরদার পাড়ার চেনরুদ্দিন ফকিরের ছেলে রুবেল ফকির ওরফে সোনা (২৮)। তাদেরকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে।

জানা যায়, শনিবার (৮ জানুয়ারী) দিবাগত রাত ৮টা থেকে পরদিন সোমবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা কর্মকর্তা আখি বিশ্বাস, উপসহকারী চিকিৎসা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এবং সহকারী দিপক কুমার সাহার ডিউটি ছিল। ওইদিন রাত ১১টার দিকে একজন রোগী ভর্তির পর জরুরি বিভাগের পাশের কক্ষে চিকিৎসক আখি বিশ্বাস, অন্যান্য কক্ষে আবুল কালাম আজাদ এবং দিপক কুমার সাহা বিশ্রামে যান।

আবুল কালাম আজাদ বলেন, রোববার রাত সাড়ে ১১টার দিকে অতর্কিতভাবে দুই তরুণ তাঁর কক্ষে প্রবেশ করে। আরেকজন দরজার পাশে দাঁড়িয়ে থাকে। প্রবেশের কারন জানতে চাইলে প্রতিউত্তরে “যেখানে আছিস সেখানে দাঁড়া, নড়াচড়া করবি না, করলে মেরে ফেলবো” এই কথা বলেই একজন পিস্তল বের করে তাঁর মাথায় ঠেকায়। সে ধাক্কা দিলে পিস্তল দিয়ে তাঁর মাথা ও হাতে আঘাত করে। কক্ষ থেকে বের হতে গেলে আরেকজন চাকু বের করে কোপ দিতে গেলে তিনি দুই হাত উপরে তুলে ধরেন। এসময় তাঁর স্মার্ট মুঠোফোন ও পকেট থেকে ৬ হাজার ১০০ টাকা ছিনিয়ে নিয়ে বাইরে থেকে কক্ষের দরজায় হ্যাজবোল্ট লাগিয়ে হাসপাতালের দক্ষিণের সীমানার প্রাচীরের পকেট গেট দিয়ে বেরিয়ে যায়। তিনি চিৎকার করলে সহকর্মীরা দরজা খুলে তাঁকে উদ্ধার করেন। এসময় হাসপাতালের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে টহলরত গোয়ালন্দ ঘাট থানা-পুলিশের দল খবর পেয়ে হাসপাতালে ছুটে যায়। এ ঘটনার পর থেকে চিকিৎসকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানায়, চিকিৎসকের বর্ননা অনুযায়ী স্থানীয়দের সহযোগিতায় সোমবার দুপুরে নিজ এলাকা থেকে প্রথমে রনিকে আটক করা হয়। তার কাছ থেকে মুঠোফোনটি উদ্ধার করে। রনির দেওয়া তথ্যে ঘটনার সাথে জড়িত অপর দুইজন ইমরান ও রুবেল ফকিরকে খোঁজ করতে থাকে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় সোমবার বিকেলে কুমড়াকান্দি এলাকা থেকে ইমরানকে আটক করে। ইমরানের দেখিয়ে দেয়া টিনের ছাপড়া রান্না ঘর থেকে কালো রঙের ‘খেলনা’ পিস্তল জব্দ করে। এছাড়া সোমবার রাত ৮টার দিকে গোয়ালন্দ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পাশ থেকে রুবেল ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনার পর পুলিশ নিজেদের মতো করে অপরাধীদের খুঁজতে থাকে। চিকিৎসকের বর্ননা অনুযায়ী পুলিশ সোমবার দুপুরে প্রথমে রনিকে মুঠোফোনসহ আটক করে। পরে চিকিৎসক রনিসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার পর রনির দেয়া তথ্যমতে বিকেলে ইমরানকে এবং রাতে রুবেলকে গ্রেপ্তার করা হয়। ইমরানের দেখিয়ে দেয়া রান্না ঘর থেকে ‘খেলনা’ পিস্তল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত তিনজনকে মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন