Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ভিন্ন স্বাদের খবর
  6. শিক্ষা
  7. সাহিত্য ও সংস্কৃতি

শিল্পী-সাহিত্যকদের নিয়ে প্রত্যন্ত অঞ্চলে অনুষ্ঠিত হলো ‘উজানচর শিল্প-সাহিত্য আড্ডা’

রাজবাড়ী মেইল ডেস্ক
১০ ডিসেম্বর ২০২২, ৯:২১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে অনুষ্ঠিত হলো রাজবাড়ী ও ফরিদপুর জেলার শিল্পি ও সাহিত্যকদের দিনব্যাপী “উজানচর শিল্প-সাহিত্য” আড্ডা। বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে উজানচর সাহাজ উদ্দীন মন্ডল ইনষ্টিটিউট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ধরনের ব্যতিক্রমধর্মী শিল্পি, কবি ও সাহিত্যকদের নিয়ে নান্দনিকতায় ভরা আড্ডার আয়োজন করে ফরিদপুরের খেয়া সাংস্কৃতিক সংস্থা।

অনুষ্ঠানে আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যাভিনেতা, নির্দেশক ও সংগঠক আজিজুল হাকিম, লেখক, নাট্যকার ও নির্মাতা জিনাত হাকিম। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফরিদপুরের বিশিষ্ট সমাজ সেবক, মুসলিম মিশনের সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, সচেতন নাগরিক কমিটি (সনাক) খ্যাত রবীন্দ্র গবেষক প্রফেসর আলতাফ হোসেন, রাজবাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফকীর মুহাম্মদ নূরুজ্জামান, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড ইমদাদুল হক বিশ্বাস, গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, নাট্য সংগঠক অধ্যাপক সালাম তাসির, কবি, সাত্যিক অধ্যাপক আব্দুল আউয়াল, সাহাজ উদ্দীন মন্ডল ইনষ্টিটিউট এর প্রধান শিক্ষক আরিফা বেগম সহ সাহিত্যক, কবি, ছড়াকার, আবৃতি শিল্পী, গায়কবৃন্দ এবং নাট্য ব্যক্তিত্বগন।

সাহাজ উদ্দীন মন্ডল ইনষ্টিটিউট এর প্রধান শিক্ষক আরিফা বেগম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষ্যে শুক্রবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী দুই জেলা রাজবাড়ী ও ফরিদপুর জেলার শিল্পী, কবি, ছড়াকার, সাগিতক্যদের নিয়ে ব্যতিক্রধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এবারের অনুষ্ঠানের আয়োজনটা ছিল আমার কাছে বিশেষভাবে স্মরনীয়।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় গোয়ালন্দে জয়িতা সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শুক্রবার সকালে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়। সমাজ উন্নয়নে অসামন্য অবদান রেখেছেন যে নারী এই বিভাগে আমাকে (আরিফা বেগম) শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা প্রদান হয়। একই সাথে আমার বিদ্যালয়ে চলছিল শিল্পী ও সাহিত্যকদের বিনিময় আড্ডা। শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা গ্রহণের পর বিদ্যালয়ে ফিরে দেখি দুই জেলার গুনি শিল্পী-সাহিত্যকরা অপেক্ষা করছেন। তাঁরাও আমাকে সম্মানিত করেন। এই দিনটি আমার জন্য বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার বলেন, আমি এ ধরনের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে অনেক আনন্দিত। ইতিপূর্বেও এ ধরনের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। তবে এই শীতের আবহাওয়ায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে এবারের অনুষ্ঠানের ধরনটা ছিল একটু আলাদা। দুই জেলার অনেক বড় বড় শিল্পী, সাহিত্যিক, কবি, ছড়াকার, দেশ বরেণ্য নাট্যভিনেতা, নির্মাতাগণ উপস্থিত ছিলেন। সারাদিন বিভিন্ন কবিতা আবৃতি, ছড়া, গান পরিবেশনায় দিনটি বেশ ভালই কেটেছে। প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা উচিত। তাতে সুস্থ্য ধারার বিনোদনে সাধারণ মানুষও উদ্বুদ্ধ হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ