Rajbarimail.com
ঢাকা, রবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

দৌলতদিয়ায় থাকা পণ্যবাহি যান ফেরির নাগাল পেতে লাগছে দুই দিন

রাজবাড়ী মেইল ডেস্ক
৩০ অক্টোবর ২০২১, ৯:৪৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ঘাট ও ফেরি স্বল্পতার পাশাপাশি ফেরি ডুবির ঘটনায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। সাথে গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে নদীতে প্রচন্ড বাতাস থাকায় ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে। এসব কারনে দৌলতদিয়া এবং পাটুরিয়া উভয় ঘাটেই যানবাহনের লম্বা লাইন পড়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকামুখী যানবাহনকে ফেরির নাগাল পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। সাধারণ পণ্যবাহি গাড়িগুলো ফেরির নাগাল পেতে দুই দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। শনিবার ঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডস মিল পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার লম্বা লাইন হয়েছে। রাতের বেলায় পরিস্থিতি আরো ভয়াবহ ছিল। ঘাটে যানবাহনের চাপ কমাতে ফেরি ঘাট থেকে প্রায় ১৪ কিলোমিটার পিছনে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর পণ্যবাহী গাড়ি আটকে রাখছে। সেখানেও প্রায় তিন কিলোমিটার লম্বা লাইন ধরে পণ্যবাহি গাড়ি অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, যানবাহন এবং যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ২০টি ফেরি চালু ছিল। গত বুধবার (২৭ অক্টোবর) সকালে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া রো রো (বড়) ফেরি আমানত শাহ পাটুরিয়ার ৫নম্বর ঘাটে যানবাহন নিয়ে ডুবে যায়। পরদিন যান্ত্রিক ত্রুটি মেরামত করতে দুটি ফেরি ডকইয়ার্ডে পাঠানো হয়। অবশিষ্ট ১৭টির মধ্যে আরেকটি রো রো ফেরি যান্ত্রিক ত্রুটিতে বসে আছে। বর্তমানে বড় ৮টি, ছোট ৬টি ও মাঝারী আকারের ২টি সহ মোট ১৬টি ফেরি চলাচল করছে।

এদিকে দৌলতদিয়া ও পাটুরিয়ায় ৫টি করে মোট ১০টি ঘাট রয়েছে। এরমধ্যে ফেরি ডুবির ঘটনায় পাটুরিয়ার ৫নম্বর ঘাট বন্ধ রয়েছে। দৌলতদিয়ার ৩নম্বর ঘাট থেকে ইউটিলিটি পন্টুন সরিয়ে নেয়ায় শুক্রবার রাত থেকে বন্ধ রয়েছে। বর্তমানে দৌলতদিয়ায় ৪টি এবং পাটুরিয়ায় ৪টি ঘাট চালু রয়েছে। ফেরি স্বল্পতার পাশাপাশি ঘাট স্বল্পতার কারনে উভয় ঘাটে যানজট সৃষ্টি হচ্ছে। শুক্রবার রাতে দৌলতদিয়া ফেরি ঘাট থেকে মহাসড়কের গোয়ালন্দ বাজার পর্যন্ত ৬কিলোমিটার জট ছাড়িয়ে যায়। প্রশাসন বাধ্য হয়ে গোয়ালন্দের পদ্মার মোড় থেকে ছোট, ব্যক্তিগত গাড়ি ঘুরিয়ে দিয়ে উজানচর-চর দৌলতদিয়া বাজার ঘুরে ঘাটে যাওয়ার ব্যবস্থা করে।

শনিবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকায় অপেক্ষা করে দেখা যায়, ফেরি ঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডস মিল পর্যন্ত যানবাহনের লম্বা লাইন। বেলা বাড়ার সাথে লাইনও আরো লম্বা হচ্ছে। লাইনে অধিকাংশ রয়েছে পণ্যবাহি গাড়ি। এসব গাড়ি আরো দুইদিন আগে এসেছে। কিছু গাড়ি তার আগে গোয়ালন্দ মোড় এলাকায় এসে আটকা পড়ে।

খুলনার পাইকগাছা থেকে ইটভাটা শ্রমিক মর্জিনা বেগম যাচ্ছেন ধামরাই কালামপুর। তিনি বলেন, ‘রাত ভর এই গাড়িতে বসে ছিলাম। বাচ্চা-কাচ্চা সমানে কান্তাছে। কোথাও থাকা-খাওয়ার ব্যবস্থা নাই। এছাড়া আরো অনেক সমস্যা আছে। আমরা এইভাবেই যাচ্ছি। কহন নদী পাড়ি দিত পারবো বলেত পারছি না’।

এদিকে ঘাট সংশ্লিস্টরা জানান, শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে পদ্মা নদীর অববাহিকায় প্রচন্ড বাতাস রয়েছে। বাতাসের মধ্যে ছোট-খাটো নৌযান চলাচলে অনেক বেগ পোহাতে হচ্ছে। এমনকি ফেরিগুলো চলাচলে বেগ পোহাতে হচ্ছে। নদীতে স্রোতের পাশাপাশি বাতাসের কারনে আগের থেকে সময় লাগছে বেশি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, বর্তমানে ২০টির স্থানে ১৬টি ফেরি চলছে। উভয় ঘাটে একটি করে ঘাট বন্ধ রয়েছে। পাটুরিয়ার ৫নম্বর ঘাট কবে চালু হবে বলা মুশকিল। দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটটি এক-দুই দিনের মধ্যে চালু হবে। বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি বন্ধ থাকায় ওই রুটের গাড়িগুলো এ রুটে আসায় বাড়তি চাপ পড়ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ