Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

এবার পদ্মার ২২ কেজির এক বোয়াল বিক্রি হলো ৬১ হাজার টাকায়

রাজবাড়ী মেইল ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২১, ১০:১৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলাধীন পদ্মা এবং যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়া প্রায় ২২ কেজি ওজনের বড় বোয়াল মাছ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে ২৪০০ টাকা দরে বিক্রি হয়েছে। মাছটি কিনেন দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ। তিনি দুপুরে মাছটি ২৫৫০ টাকা কেজি দরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৬১ হাজার টাকায় বিক্রি করেন।

স্থানীয় মৎস্য জীবিরা জানান, শনিবার ভোরে জাল নিয়ে নদীতে মাছ শিকারে নামেন হরিরামপুর উপজেলার জেলে কাইয়ুম হালদার। জাল ফেলার পর ১০টার দিকে তুলতে গেলেই বড় একটি ঝাকি লাগলে বুঝতে পারেন বড় কোন মাছ ধরা পড়েছে। জাল টেনে নৌকার কাছাকাছি তোলার সময় দেখতে পান বড় এক বোয়াল। মাছটি তারা অনেকক্ষন সময় নিয়ে নৌকায় তুলেন। মাছটি পাওয়ার সাথে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করতে থাকেন কাইয়ুম হালদার। দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের আড়তদার শাহজাহান শেখ মুঠোফোনেই কিনেন।

বেলা ১১টার দিকে মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ে হাজির হন জেলে কাইয়ুম হালদার। এসময় ওজন দিয়ে দেখতে পান বোয়ালটির ওজন হয়েছে প্রায় ২২ কেজি। ওই সময় শাহজাহান শেখ তার সাথে দরদাম করে ২৪০০ টাকা কেজি দরে ৫৭ হাজার ৬০০ টাকা দিয়ে বোয়ালটি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, কাইয়ুম হালদারকে ২৪০০ টাকা কেজি দরে আমি ৫৭ হাজার ৬০০ টাকায় কিনে নিয়েছি। পরবর্তীতে দুপুর ১টার দিকে ঢাকার কাঁচপুর এলাকার শিল্পপতি কামরুল ইসলামের কাছে ২৫৫০ টাকা কেজি দরে মোট ৬১ হাজার ২০০ টাকায় বিক্রি করে দিয়েছে। তার আগে ওই শিল্পপতির সাথে মাছের দরদাম চূড়ান্ত হলে অর্ধেক টাকা তিনি বিকাশে পরিশোধ করেন। অবশিষ্ট টাকা মাছটি হাতে পাওয়ার পর পরিশোধ করবেন বলে জানান। কথা মতো দুপুরে আমি একজন লোক দিয়ে মাছটি বাসে তার কাছে পৌছানোর ব্যবস্থা করে দিয়েছি। এর আগে এই মৌসুমে ২৭ কেজি ওজনের একটি বোয়াল কিনতে পেরিছিল। এরপর এতবড় বোয়াল ধরা পড়ার খবর তার জানা নেই।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, পদ্মা এবং যমুনা নদীর বড় মাছ সবার কাছেই প্রিয়। পদ্মার মাছ অনেক সুস্বাদু হওয়ায় সব সময় চাহিদা থাকে একটু বেশি। আর যদি হয় এ ধরনের বড় বোয়াল মাছ তাহলে তো কথাই নেই। বর্ষা মৌসুম শেষে আরো অনেক বড় বড় দেশীয় প্রজাতির ভালো ভালো মাছ ধরা পড়বে বলে তিনি আশাবাদী।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন