Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

পদ্মার ভাঙনে মসজিদসহ পাঁচ পরিবারের বসতভিটা বিলীন, ৪নম্বর ঘাট বন্ধ

রাজবাড়ী মেইল ডেস্ক
৩০ আগস্ট ২০২১, ১১:১২ অপরাহ্ণ

Link Copied!

রাশেদ রায়হান, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাট সংলগ্ন সিদ্দিক কাজী পাড়ায় এক ঘন্টার ভাঙনে একটি জামে মসজিদ, ইমামের থাকার পাকা ঘরসহ পাঁচটি পরিবারের বসতভিটা বিলীন হয়ে যায়। সোমবার সকাল ৮টা থেকে ভাঙন দেখা দিলেও মূলত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এই এক ঘন্টা ভাঙন তীব্র হয়।

ভাঙন আতঙ্কে যার নামে গ্রামের নামকরণ সিদ্দিক কাজীরসহ পাঁচটি পরিবারের বসতভিটা বিলীন হয়। ভাঙন আতঙ্কে আরো ১৭টি পরিবার তাৎক্ষনিক অন্যত্র সরে যায়। এখনো ভাঙন আতঙ্কে রয়েছে গ্রামের প্রায় ২০০ পরিবার। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের দাবী, সিদ্দিক কাজী পাড়া ও লঞ্চ ঘাট সংলগ্ন মজিদ শেখের পাড়ার প্রায় ৮০০ পরিবার ভাঙন ঝুঁকিতে রয়েছে।

এদিকে ভাঙনের কারনে দৌলতদিয়ার ৪ নম্বর ফেরি ঘাট। এছাড়া ভাঙন ঝুঁকিতে রয়েছে ৩ নম্বর ফেরি। এই ঘাটটি যে কোন মুহুর্তে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

দৌলতদিয়া ফেরি ঘাট সিদ্দিক কাজী পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ জোবায়ের হোসেন বলেন, সোমবার ভোরে মসিজদে ফজরের নামাজ আদায় করা হয়। সকাল ৮টার দিকে মসজিদের পিছনে সিদ্দিক কাজীর বাড়ির বসতভিটার পাশে পানি বুদ বুদ করতে থাকে। কিছুক্ষণের মধ্যে বসতভিটার কিছু অংশ দেবে তলিয়ে যায়। পরে পানি ঘুরপাক খেয়ে মসজিদের টিউবওয়েল, শৌচাগার, ওজুখানা বিলীন হয়ে যায়।

সিদ্দিক কাজী বলেন, বাপ-দাদার জমিতে দীর্ঘদিন বসবাস করছি। বাবার ১৬ শতাংশ জায়গার ওপর নির্মিত প্রায় ১৫-১৬ বছর আগের পাকা মসজিদটি চোখের সামনে বিলীন হয়ে গেল। ইমামের থাকার পাকা ঘর সহ আরো স্থাপনা বিলীন হয়েছে। পানির স্রোত ঘুর্নিপাকে ভাঙতে থাকে। সকালে মাত্র এক ঘন্টার মধ্যে তীব্র স্রোত আর ঘুর্নিপাকে নিজের পুরাতন ভিটাসহ স্থানীয় নিজাম ফকির, হান্নান কাজি, মান্নান কাজি, মোকাই মোল্লা, একেম শেখ, হারুন ভুইয়া, সালাম ফকিরসহ ১০টি পরিবারের বসতভিটা বিলীন হয়।

গ্রামের ফাতেমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, যখন শুকনা মৌসুম তখন কোন কাজ করেনা। এখন বর্ষাকাল ভাঙছে, এখন বস্তা ফেলছে। এখন ফেলে কি হবে? এখানে বলার মতো কেউ নেই। নদী থেকে একটু দূরে বাড়ি থাকলেও তারাও এখান থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, সিদ্দিক কাজী পাড়ার ৬টি পরিবাররে বসতভিটা বিলীন হয়। আরো প্রায় ২০টি পরিবার অন্যত্র সরে যায়। লঞ্চ ঘাট থেকে ৫নম্বর ফেরি ঘাট পর্যন্ত ৮০০ পরিবার ভাঙন ঝুঁকিতে রয়েছে। এছাড়া মাদ্রাসাতুল সাবিইল হাসান, কবরস্থান সহ অনেক স্থাপনাও ভাঙন ঝুঁকিতে আছে। দ্রুত ভাঙন রোধে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানান।

দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, দৌলতদিয়ার মানুষ প্রধানমন্ত্রীর কাছে কিছুই চায়না। এসব পরিবার আমাদের কাছে আসে, আমরা কিছুই করতে পারছিনা। দ্রুত ভাঙন ঠেকানো না হলে মানচিত্র থেকে দৌলতদিয়ার নাম মুছে যাবে।

ইউনিয়ন আ.লীগের সভাপতি মোশাররফ প্রামানিক বলেন, জাতির জনক এই ঘাট দিয়ে নিয়মিত পারাপার হতেন। আমাদের প্রাণের দাবী, তাদের রক্ষায় নদী শাসনের ব্যবস্থা করা হোক।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মকবুল হোসেন বলেন, ৪ নম্বর ফেরি ঘাট এলাকায় ভাঙনের তেমন লক্ষন না পাওয়ায় এখানে কাজ হয়নি। সকালে হঠাৎ ভাঙনের খবর পেলে কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত জিওব্যাগ ফেলার কাজ শুরু করি।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আব্দুস সাত্তার বলেন, ভাঙন এবং তীব্র স্রোতে এখানে পন্টুন রাখার বাস্তবতা নেই। তাই ঘাট বন্ধ করে পন্টুনটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। ভাঙনে ৩নম্বর ফেরি ঘাট ঝুঁকিপূর্ণ বলে তিনি জানান। যে কোন মুহুর্তে ৩নম্বর ঘাটটি বন্ধের আশঙ্কা প্রকাশ করেন এই কর্মকর্তা।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন