Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

দেড় মাসে রাজবাড়ী শহর রক্ষা বাধের ৮টি স্থানে ৬০০ মিটার নদীগর্ভে বিলীন

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ আগস্ট ২০২১, ৭:৫৪ পূর্বাহ্ণ

Link Copied!

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ ভাঙ্গন লেগেছে বেড়ি বাঁধ ও শহর রক্ষা বাঁধের নিচে অবস্থিত সিসি ব্লকে বাঁধানো তীর প্রতিরক্ষা বাঁধ এলাকায়। নদীতে পানি বৃদ্ধি, তীব্র স্রোত ও ঘূর্ণনের কারনে তীর প্রতিরক্ষা বাঁধের সোনাকান্দর, চর সিলিমপুর ও গোদার বাজার এলাকায় সিসি ব্লকে বাঁধানো প্রায় ৮০ মিটার এলাকা ধ্বসে গেছে।

সোনাকান্দরে বেড়ি বাঁধের মাত্র ১০ মিটারের কাছে চলে এসেছে তীর প্রতিরক্ষা বাঁধের ভাঙ্গন। গত দেড় মাসে ৪ বারে তীর প্রতিরক্ষা বাঁধের ৮টি স্থানে সাড়ে ৫৬০ মিটার ও গত সোমবার সোনাকান্দর, চর সিলিমপুর ও গোদার বাজার এলাকার প্রায় ৮০ মিটার সহ প্রায় সাড়ে ৬০০ মিটার সিসিব্লকে বাঁধানো তীর প্রতিরক্ষা বাঁধ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। তীর প্রতিরক্ষা বাঁধের ৭ কিলোমিটার এলাকার ভাঙ্গন ও সিসি ব্লকের মাঝে ফাঁকা হয়ে যাওয়ায় এখন ভাঙ্গন হুমকিতে পরেছে পুরো বাঁধ। ভাঙ্গন স্থানে এ পর্যন্ত ৩৫ হাজার জিও ব্যাগের বস্তা ফেলানো হয়েছে।

এতে বেড়িবাঁধ সহ নদী তীরে বসবাসরত কয়েকশ পরিবার, স্কুল, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা এখন ভাঙ্গন হুমকিতে পরেছে। বার বার ভাঙ্গনের কবলে পরে পুরো তীর প্রতিরক্ষা বাঁধ বিলীনের আশঙ্কা দেখা দিয়েছে। ৩৭৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত বেড়িবাঁধের নিচে তীর প্রতিরক্ষা বাধের কাজ শেষ হয় গত মে মাসে। অথচ নির্মানের মাত্র দু’মাসের মধ্যে বার বার ভাঙ্গনের কবলে পরেছে তীর প্রতিরক্ষা বাঁধের এসব স্থানে। শহর রক্ষা বেড়ি বাঁধ ও নদী তীরের পাশে বসবাসরত কয়েকশ পরিবার ভাঙ্গনের হুমকিতে পরেছেন, দিন যাপন করছেন আতংকে। গত মে মাসে তিনটি প্যাকেজে লাল গোলা-উড়াকান্দা পর্যন্ত ৩ কিলোমিটার, গোদার বাজার থেকে চর সিলিমপুর পর্যন্ত দেড় কিলোমিটার ও সোনাকান্দর থেকে গোদারবাজার এলাকায় আড়াই কিলোমিটার সহ মোট ৭ কিলোমিটার এলাকায় তীর প্রতিরক্ষা কাজ সম্পন্ন হয়েছে।

স্থানীয়রা বলেন, বার বার নদী ভাঙ্গনে তীর প্রতিরক্ষা বাঁধের কাছে বসবাসরত ভাঙ্গন কবলিত মানুষ চরম আতঙ্কে বসবাস করছেন। এবারও ভেঙ্গে গেলে মাথা গোজার ঠায় কোথায় হবে সে দুঃশ্চিন্তায় কাটছে তাদের দিন। নতুন নির্মানের পর কবারবার নদীতে বিলীন হয়েছে তীর প্রতিরক্ষা বাঁধের অনেক স্থান। সঠিকভাবে কাজ না হওয়ায় বার বার ভাঙ্গনের কবলে পরছে। এতে এই লাকায় বসবাসরত কয়েকশ পরিবার, স্কুল, মসজিদ ও বিভিন্ন স্থাপনাসহ পুরো বেড়িবাঁধ হুমকিতে পরেছে। নদীতে পানি ও স্রোত আরো বাড়লে ভাঙ্গন আরো বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ীর উপবিভাগীয় প্রকৌশলী মো. আরিফুর রহমান অংকুর বলেন, গত ২৬ জুলাই থেকে এখন পর্যন্ত নতুন নির্মিত প্রতিরক্ষা বাঁধের কয়েকটি স্থান ভাঙ্গনের কবলে পড়ে। ভাঙ্গন ঠেকাতে সেসব স্থানে বালু ভর্তি জিও টিউব ও বস্তা ফেলে ভাঙ্গন রক্ষা কাজ চলমান রয়েছে। ভাঙ্গন রোধের এ পর্যন্ত জিও ব্যাগ ও জিও টিউবের প্রায় ৩৫ হাজার বস্তা ডাম্পিং করা হয়েছে। তবে গোদার বাজারের তীর প্রতিরক্ষা অংশটি ঝুকির মধ্যে রয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ