Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. স্বাস্থ্য

গোয়ালন্দে ইউনিয়ন পরিষদ কেন্দ্রে টিকাদানে মানুষের ভিড়

রাজবাড়ী মেইল ডেস্ক
৭ আগস্ট ২০২১, ৭:০৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ দেশব্যাপী করোনা টিকাদান সম্প্রসারিত আকারে শনিবার থেকে শুরুর অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দে ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার সবকটি (চারটি) ইউনিয়নে সকাল ৯টা থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। প্রতি ইউনিয়ন পরিষদ কেন্দ্র থেকে ৬০০ জন টিকা গ্রহণ করতে পারবেন। তবে অধিকাংশ কেন্দ্রে ছিল নারী-পুরুষের ভিড়।

উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে দেখা যায় মানুষের ভিড়। প্রথম দিকে শৃঙ্খলা ছাড়াই নারী-পুরুষের জটলা তৈরী হয়। পরে স্থানীয়দের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার তদারকিতে নারী, পুরুষ পৃথকভাবে লাইন ধরে দাড়ান। তবে নিবন্ধন করতে গিয়ে সমস্যায় পড়েন। সার্ভার জটিলতার কারনে অনেকেই নিবন্ধন করতে পারছিলেন না। তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়। টিকা নেয়ার পর বিশ্রামের জন্য ছিলনা কোন বিশেষ ব্যবস্থা। টিকা নেওয়ার পর সরাসরি কেন্দ্র ছেড়ে চলে যাচ্ছিলেন সবাই। ছোটভাকলা ও দেবগ্রাম ইউনিয়নেও ভিড় ছিল। নিবন্ধনের ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগকে সহযোগিতা করছে গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের স্বেচ্ছাসেবকরা।

টিকা নিতে সাহেব আলী এসেছেন স্ত্রী আম্বিয়া খাতুনকে নিয়ে। কিন্তু নিবন্ধন করতে না পারায় টিকা নিতে পারছিলেন না। গত তিন দিন ধরে তিনি ইউনিয়ন পরিষদের সেবা কেন্দ্রে এসে ঘুরে যাচ্ছেন। সাহেব আলী বলেন, তিন দিন ধরে এস ঘুরে যাচ্ছি। বার বার বলছে সার্ভার জটিলতার কারনে নিবন্ধন করা যাচ্ছে না।

উজানচরের নলিয়া পাড়া থেকে টিকা নিতে এসেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. সৌরভ। তিনি বলেন, যেহেতু বয়স ২৫ বছর পার হয়ে গেছে, তাই বাবাকে সাথে করে টিকা নিতে এসেছি। অহেতুক টিকা না নিয়ে এক ধরনের ঝুঁকির মধ্যে থাকা।

দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে থাকতে থাকতে বয়স্ক নারী-পুরুষ অনেকে ক্লান্ত হয়ে যাচ্ছেন। তাদের বসার জন্য কোন ব্যবস্থা করা হয়নি। আবার টিকা নিয়ে কোন বিশ্রাম না নিয়েই সাথে সাথেই কেন্দ্র ছেড়ে চলে যাচ্ছেন সবাই।

টিকা প্রদানের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী মো. রুবেল শেখ জানান, আমরা ৩০০ ভায়াল ডোজ হাতে পেয়েছি। আমরা ৬০০ জনকে টিকা প্রদান করতে পারবো। এক্ষেত্রে বেলা ৩টা পর্যন্ত টিকা দেওয়ার কথা থাকলেও সকাল ৯টার পর থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত ৩২০ জনের মতো টিকা প্রদান করা সম্ভব হয়েছে। ৬০০ জনকে দিতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ কেন্দ্রে অবস্থান করবেন বলে জানান।

গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের ৫ সদস্যের স্বেচ্ছাসেবক দল কাজ করছেন। দলের সমন্বয়কারী এনামুল হক রাহাত বলেন, আমরা কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে যারা নিবন্ধন করতে পারেননি তাদের জাতীয় ভোটার আইডি কার্ডের ভিত্তিতে হাতে কলমে নিবন্ধ করে টিকা গ্রহণে সহযোগিতা করছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভা সহ উপজেলার সবকটি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ৩০০ ভায়ালের মাধ্যমে ৬০০ জনকে টিকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। সার্ভার জটিলতার কারনে নিবন্ধন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এক্ষেত্রে আমরা ভোটার আইডি কার্ডের ভিত্তিতে হাতে লিখেই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে টিকা প্রদানের ব্যবস্থা করছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন