Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

এবার যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়লো ৪৭ কেজি ওজনের বাগাড়

রাজবাড়ী মেইল ডেস্ক
২০ জুন ২০২১, ১০:২৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ এবার যমুনা নদীতে জেলেদের জালে এবার ৪৭ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী নুরু শেখ ১,২৫০ টাকা কেজি দরে ৫৯ হাজার টাকায় কিনে নেন। মাছটি ফেরি ঘাটের পন্টুনের সাথে বেধে রাখার পর বিক্রির জন্য রাখা হয়েছে।

দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার কয়েকজন মৎস্য ব্যবসায়ী জানান, পাবনার তীরোমনি এলাকার জেলে কালিদাস হালদার তার সঙ্গীয়দের নিয়ে শনিবার সন্ধ্যায় যমুনা নদীতে মাছ ধরতে নামেন। গোয়ালন্দের সীমান্তবর্তী পাবনার ঢালার চর যমুনা নদীতে রাতভর স্থানীয় ভাষায় দাসন বা চাকা জাল ফেলেন। মধ্যরাতে জাল গোটানোর জন্য বিশাল এক ঝাঁকিতেই বুঝতে পারেন বড় মাছ আটকা পড়েছে। জাল গুটিয়ে নৌকায় তুলে দেখতে পান বিশাল আকারের একটি বাগাড়। জেলে কালিদাস হালদার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার ব্যবসায়ীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করে সকাল ৮টার দিকে মাছ নিয়ে হাজির হন। ফেরি ঘাটে ওজন দিয়ে দেখেন ৪৭ কেজি ৩০০ গ্রাম হয়েছে। পরে নিলামে শাকিল-সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী নুরু শেখ ও আজগর শেখ কিনে নেন।

ব্যবসায়ী মো. নুরু শেখ জানান, মাছটি পাওয়ার পর কালিদাস হালদারের সাথে ফোনে আমার কথা হয়। তাকে দ্রুত ফেরি ঘাটে নিয়ে আসতে বলি। পরে অন্যান্য ব্যবসায়ীদের সাথে আমরা নিলামে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১,২৫০ টাকা কেজি দরে ৫৯ হাজার টাকা দিয়ে কিনে নেই। এখন মাছটি দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাটের পন্টুনের সাথে মোটা রশি দিয়ে বেঁধে রেখেছি। ইতিমধ্যে ঢাকাসহ সম্ভব্য সকল স্থানে পরিচিত জনদের সাথে যোগাযোগ করছি। সবার কাছে কেনা দামের কথা বলেছি। ঢাকার একজন মাছটি নিতে চেয়েছে। পৌছে দেওয়ার পর বোঝা যাবে কত করে দাম দেন। তবে আশা করি ১,৩০০ টাকা কেজি দরে দাম পাব।

নুরু শেখ আরো বলেন, প্রায় ৭-৮ বছর আগে এরকম বড় বাগার মাছ একবার ধরা পড়েছিল। এরপর আর দেখিনি। বিগত ৭-৮ বছরের মধ্যে এতবড় বাগাড় মাছ পাওয়া যায়নি। সর্বোচ্চ ২৫ থেকে ৩৫ কেজির মধ্যে বছরে এক-দুটি করে বাগাড় মাছ পাওয়া যেত। আজকের ৪৭ কেজি ৩০০ গ্রাম ওজনের বাগাড় মাছ বহুদিন পর দেখতে পেলাম।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, আমার ২৬ বছরের চাকুরী জীবনে এতবড় বাগাড় মাছ দেখিনি। এর আগে ৩০-৩২ কেজি বাগার মাছ দেখেছি বা পাওয়া যাচ্ছে শুনেছি। এ ধরনের বড় মাছের জন্য অভায়শ্রম খুবই জরুরী। এ জন্য মৎস্য অধিদপ্তরের উর্দ্বোতন কর্তৃপক্ষকে একাধিকবার অবগত করেছি। কিন্তু এখন পর্যন্ত তার কোন ফলাফল পাইনি। অভয়াশ্রম করতে পারলে এ অঞ্চলের মানুষ অনেক উপকৃত হতো।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন