Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

গোয়ালন্দ বন্ধুসভার সদস্যরা অসহায় মানুষের ঘরে পৌছে দিল ঈদ বাজার ও নগদ অর্থ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ মে ২০২১, ১০:২৭ অপরাহ্ণ

Link Copied!

জীবন চক্রবর্তী ও মইন মৃধা, গোয়ালন্দঃ পিত্তথলিতে পাথর, পেটে ঘা হওয়াসহ নানা রোগে দীর্ঘদিন ধরে সীমাহীন কষ্ট ভোগ করে চলেছেন রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার বিপেন রায়পাড়ার হাছিনা বেগম (৫০)। আট মেয়ে ও এক ছেলের মা হাছিনা টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছেন না। স্বামী মজিবর রহমান ভাঙা হাঁড়ি-পাতিল মেরামত করেন। এই কাজ করেই যৎসামান্য যা পান, তাই দিয়ে টেনেটুনে সংসারের খরচ চলে। এরপর স্ত্রীর চিকিৎসাব্যয় মেটাতে প্রতিনিয়ত তাঁকে হিমশিম খেতে হয়।

পরিবারটির এ অসহায়ত্বের খবর পেয়ে বন্ধুসভার সদস্যরা অসুস্থ হাছিনা বেগমের হাতে তুলে দেন নগদ ১ হাজার টাকা ও ঈদ উপহার। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। হাছিনা বেগম বলেন, ‘বাজানরে কত মানুষের কাছে গেছি, কেউ তেমন সহযোগিতা করে না। প্রতিদিন ২০০ টাকার ওষুধ লাগে। এত টাকা কই পাব। আর মানুষের কাছেই কতবার হাত পাতব। তোমরা আমার এমন বিপদের দিনে যে পাশে আইছ, তাতেই আমি মহাখুশি।’

উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর কাওয়ালজানি গ্রামে অন্যের জমিতে বাস করেন নদীভাঙনে সর্বহারা বিধবা চায়না বেগম (৬০)। দেবগ্রামের বেথুরী গ্রামে চায়না বেগমের একসময় চাষের জমি, ভিটেবাড়ি সবই ছিল। কিন্তু পদ্মার ভাঙনে ১০ বছর আগে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে আজ তিনি অন্যের জমিতে বসবাস করছেন। ঈদের দিন সকালে বাড়িতে বন্ধুসভার সদস্যদের আনা ব্যাগভর্তি ঈদের বাজার দেখে তিনি প্রথমে অবাক হন। পরে বন্ধুসভার সদস্যরা ঈদের বাজারভর্তি ব্যাগ তাঁর হাতে তুলে দিয়ে বলেন, ‘এটি আপনার ঈদ উপহার।’ এ কথা শোনামাত্র তাঁর দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে।

এ সময় আবেগাপ্লুত চায়না বেগম বলেন, ‘বাবারা আজ ঈদের দিন। কত মানুষ কত কিছু খাচ্ছে। কেউ খোঁজ নিল না। তোমরা চাল, ডাল, চিনি, সেমাই, মসলা নিয়া আমাগোর খোঁজ নিবা, ভাবতে পারি নাই। ঈদের দিন রান্না করতে পারমু, ভাবতে অবাক লাগছে। তোমাগের জন্য পরান ভইরা দোয়া করি। আল্লাহ তোমাগের সুখে রাখুক, ভালো রাখুক, শান্তিতে রাখুক। তোমরা না আসলে ভালো-মন্দ কিছু রানবার পারতাম না।’

চায়না বেগমের স্বামী প্রায় ৩০ বছর আগে মারা গেছেন। এরপর স্বামীর ভিটাতেই দুই মেয়ে নিয়ে তবুও চলে যাচ্ছিল তাঁর জীবন। কিন্তু নদীভাঙনে কয়েক বছর আগে সব শেষ হয়ে গেলে তিনি সর্বহারা হয়ে পড়েন। অন্যের জমি বার্ষিক শনকরা নিয়ে কোনোরকমে কেটে যাচ্ছে তাঁর জীবন।

সম্প্রতি দেবগ্রামের জটু মিস্ত্রিপাড়া গ্রামে রান্নাঘরের চুলার আগুনে পুড়ে ভস্মীভূত হয় দিনমজুর ফারুক শেখ, মোহাম্মদ শেখ, কাঞ্চন বিবি ও ময়না বেগমের ভিটেবাড়ি। এর মধ্যে কাঞ্চন বিবি (৭০) বাক্‌প্রতিবন্ধী। নিজের স্বামী, সন্তান বলতে দুনিয়ায় কেউ নেই। থাকেন সরকারিভাবে এ বছর তাঁর নামে বরাদ্দকৃত একটি ঘরে। মানুষের কাছ থেকে চেয়েচিন্তে কোনোভাবে চলে এই বৃদ্ধার জীবন। তাঁর মতোই অসহায় বাকি তিনটি পরিবারও।

বন্ধুসভার সদস্যরা ঈদের বাজারভর্তি একটি ব্যাগ কাঞ্চন বিবির হাতে তুলে দিলে তিনি চোখের পানি ধরে রাখতে পারেননি। তাঁর আবেগ দেখে বন্ধুসভার সদস্যরাও আপ্লুত হয়ে পড়েন।আগুনে ক্ষতিগ্রস্ত আরেক অসহায় বিধবা ময়না বেগম (৬৫) বলেন, ‘মানুষের কাছে চেয়েচিন্তে চলতাম। নিজের একটি ছাপড়া ছিল। আগুনে তা-ও শেষ হয়ে গেছে। মাঝেমধ্যে রান্নাবান্না যা করি, নিজে তা খাই। আবার বৃদ্ধা কাঞ্চন বিবিকেও ডাক দিয়ে দুটো ভাত মুখে তুলে দিই।’বন্ধুসভার সদস্যরা ময়না বেগমের হাতেও একটি প্যাকেট তুলে দেন। ঈদের বাজারভর্তি ব্যাগ পেয়ে আপ্লুত ময়না বেগম বলেন, ‘বাবারা তোমরা কোত্থেকে আইছ জানি না। তবে আল্লাই তোমাগেরে আমাগোর কাছে পাঠায়ছে। আল্লাহর কাছে পরানটা ভইরা দোয়া করি যেন তোমরা সুখে থাক।’

শুধু ঈদের বাজারই নয়, অনেকের হাতে নগদ টাকাও তুলে দেন বন্ধুসভার সদস্যরা। পাশাপাশি শিশুদের হাতে তুলে দেন মেহেদির প্যাকেট। ঈদের দিন পর্যন্ত গোয়ালন্দ পৌরসভা, উজানচর, দৌলতদিয়া, দেবগ্রাম ও ছোটভাকলা ইউনিয়নের অসহায় ৭৫টি পরিবারের সদস্যদের মধ্যে তাঁরা ঈদসামগ্রী এবং আরও ৮০টি পরিবার ও কৃতী শিক্ষার্থীর হাতে নগদ টাকা তুলে দিয়েছেন। প্রত্যেক পরিবারকে ৫০০ টাকার ঈদসামগ্রী দেওয়া হয়েছে। বন্ধুসভার সহমর্মিতার ঈদ কর্মসূচির আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

ঈদে নগদ টাকা ও খাদ্যসামগ্রী তুলে দেওয়ার সময় প্রথম আলো প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা রাশেদুল হক রায়হান, সভাপতি রমেশ কুমার আগরওয়ালা, সাধারণ সম্পাদক শামসুল হক, যুগ্ম-সম্পাদক জীবন কুমার চক্রবর্তী, সফিক মণ্ডল, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক পলাশ, সদস্য মইনুল হক মৃধা, নুরুল ইসলাম, রবিউল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ