Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

ফেরিতে গাদাগাদি করে পার হচ্ছে দক্ষিণাঞ্চল-পশ্চিমাঞ্চলের মানুষ, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না

রাজবাড়ী মেইল ডেস্ক
৯ এপ্রিল ২০২১, ৭:০৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগের অন্যতম মাধ্যম রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথের ফেরিতে রাজধানী ছেড়ে আসা মানুষ হরদমে ছুটছে। গাদাগাদি করে পাড় হওয়ায় কোন সামাজিক দূরত্ব বজায় রাখা বা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এমনকি একজনের শরীরের সাথে আরেকজন মিশে পাড়ি দিচ্ছেন।

শুক্রবার দুপুরে দৌলতদিয়া ফেরি ঘাটে দেখা যায়, এই নৌপথ পাড়ি দেওয়ার একমাত্র মাধ্যম ফেরি। লকডাউনের শুরু থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। এখন শুধুমাত্র ফেরি চালু থাকায় যানবাহনের সাথে সাধারণ যাত্রীরা হরদমে ফেরিতে করে নদী পাড়ি দিচ্ছে। গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা হলে সীমিত আকারে শুধুমাত্র রোগীবাহী এ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি বা রাষ্ট্রীয়কাজে ব্যবহৃত গাড়ি ছাড়া কোন যানবাহন পারাপারের অনুমোতি ছিলনা। তবে মধ্যরাত ২টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত শুধুমাত্র পণ্যবাহী গাড়ি পারাপার হতো। বুধবার থেকে লকডাউন শীথিল হওয়ার পর থেকে সবকটি ফেরি চালু হয়েছে।

পাটুরিয়া থেকে আসা মাধবীলতা নামক একটি ইউটিলিটি ফেরি দৌলতদিয়া ঘাটে ভেড়ামাত্র গাদাগাদি করে যাত্রীদের নামতে দেখা যায়। সাধারণ পণ্যবাহী ও অন্যান্য যানবাহনের সাথে মোটরসাইকেল আরোহী ও সাধাারণ যাত্রী বোঝাই করে ফেরি থেকে নামছে। এসময় একজন শরীরের সাথে আরেকজন শরীর ঘেষে দাড়িয়ে আছে। স্বাভাবিকভাবে দাড়ানোর জায়গাটুকো নেই।

ক্ষোভের সাথে তারা বলেন, আমাদের একটি টাকা আয় বাড়েনি। সরকার লকডাউনের মধ্যে অর্ধেক পরিমান যাত্রী বহনের কথা বলে ভাড়া বাড়িয়েছে ৬০ শতাংশ। অথচ এই সুযোগে ভাড়া প্রায় দ্বিগুন আদায় করা হচ্ছে। একজনের সাথে আরেকজন ঘেষে আসতে হচ্ছে। এটা কি ধরনের সিদ্ধান্ত বলেন? স্বাস্থ্যবিধি মোটেও মানা হচ্ছে না। বরং করোনা সংক্রমণের ঝুঁকি আরো বাড়ছে।

মানিকগঞ্জ থেকে মোটরসাইকেলে করে কুষ্টিয়াগামী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, করোনা সংক্রমণের হার প্রতিদিন বাড়ছে। অথচ সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। করোনা সংক্রমণের ঝুঁড়ি এড়াতে গণপরিবহন রেখে মোটরসাইকেলে করে রওয়ানা হয়েছি। কিন্তু ফেরিতে উঠে দেখি বেহাল অবস্থা। কোথাও স্বাভাবিকভাবে দাড়ানোর জায়গাটুকো নেই।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৬টি ফেরি চলছে। পণ্যবাহীসহ বিভিন্ন ধরনের যানবাহনের সাথে যাত্রীরা ছুটছে। বিশেষ করে শুক্রবার ছুটির দিন হওয়ায় অনেকে বাড়ি যাচ্ছেন বলে ফেরিতে ভিড় দেখা যাচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন