Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

করোনার সংক্রমণ রোধে যানবাহনের চাপ কম থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরির সংখ্যা অর্ধেকে নেমেছে। ছোট-বড় মিলে মোট ১৬টি ফেরি থাকলেও বর্তমানে চলাচল করছে ৯টি। এ ছাড়া দীর্ঘ ৮ মাস ধরে বন্ধ থাকা দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট গতকাল বিকেলে চালু করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার বলেছেন, ঈদের আগে সব কটি ঘাট সচল রাখতে ৬ নম্বর ঘাটটিও চালু করা হয়েছে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ৫টি এবং পাটুরিয়া প্রান্তে ৪টি ঘাট চালু রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ। এই নৌপথে রো রো ১০টি, ইউটিলিটি (ছোট) ৬টি এবং মাঝারি আকারের ফেরি রয়েছে ১টি।

এর মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে ২টি রো রো ফেরি ডকইয়ার্ডে পাঠানো হয়। তবে এই দুটির একটি ডকইয়ার্ড ছেড়ে নৌপথে চলাচলের জন্য রওনা হয়েছে। আজকের মধ্যে এটি নৌপথে যুক্ত হওয়ার কথা।

এদিকে প্রায় ৮ মাস পর রোববার থেকে দৌলতদিয়া ঘাটের বন্ধ থাকা ৬ নম্বর ইউটিলিটি ঘাট চালু করা হয়েছে। গত বছরের শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেপ্টেম্বর মাসে ঘাটটি বন্ধ করে দেওয়া হয়।

বর্তমানে নদী ভরাট হওয়ায় লো ওয়াটার লেভেলের ঘাটটি তলিয়ে গেছে। এটি হাই ওয়াটার লেভেলের হওয়ায় রোববার থেকে চালু করা হয়েছে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে দুটি রো রো এবং তিনটি ইউটিলিটিসহ মোট ৫টি ঘাট চালু রয়েছে।

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, ফেরিতে করে নদী পার হওয়া বেশির ভাগ যানবাহনই পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার জানান, যানবাহনের চাপ না থাকায় ফেরির সংখ্যা কমিয়ে আনা হয়েছে। বর্তমানে ১৫টি ফেরির মধ্যে ছোট-বড় মিলে ৯টি চলছে। বাকি ৬টি পাটুরিয়ায় বসিয়ে রাখা হয়েছে। যানবাহনের চাপ বাড়লে প্রয়োজন অনুযায়ী ফেরির সংখ্যাও বাড়ানো হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন