জীবন চক্রবর্তী, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। শিশুদের চিত্রাঙ্কন, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে উপস্থিত বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গোয়ালন্দ উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে বেলা ১১টা হতে দুপুর একটা পর্যন্ত বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এ সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২৬ মার্চ মহান স্বাধিনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
এ সময় বিচারক মন্ডলি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা বেগম, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান খাঁন, বাহাদুর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা পারভীন, রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাহানাজ আক্তার, দুদুখাঁন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নাসরিন আক্তার ইতি, গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সহকারি শিক্ষক জীবন চক্রবর্তী, উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকা বন্যা বেপারী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল চক্রবর্তীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।